৯৪টি কচ্ছপ উদ্ধার করল গাইঘাটা থানার পুলিশ, ধৃত ২ বিক্রেতা

0
772

দেশের সময় ,গাইঘাটা: বেআইনিভাবে বাজারে কচ্ছপ বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হল ২ ব্যক্তি। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৯২টি ছোট ও দুটি বড় কচ্ছপ। ধৃত দুই ব্যক্তিকে বন দফতরের হাতে তুলে দিয়েছে পুলিশ।

উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ধরমপুর এলাকায় বেশ কিছুদিন ধরে গাইঘাটা থানার ধরমপুর হাটে বেআইনিভাবে, লুকিয়ে কচ্ছপ বিক্রি হচ্ছে গোপন সূত্রে পুলিশের কাছে আগেই খবর ছিল । সেইমত রবিবার ভোর রাতে ধরমপুর হাটে হানা দেয় গাইঘাটা থানার পুলিশ। হাতে নাতে ধরা পড়ে যায় দুই ব্যক্তি।
পুলিশ সূত্রে খবর, দুই ব্যক্তির কাছ থেকে মোট ৯৪টি কচ্ছপ উদ্ধার হয়েছে। তার মধ্যে ৯২টি ছোট ও দুটি বড় কচ্ছপ। বিক্রি করার জন্যই সেগুলি তারা হাটে নিয়ে এসেছিল বলে জানা গিয়েছে। প্রথমে দুই ব্যক্তিকে আটক করা পুলিশ। সঙ্গে বাজেয়াপ্ত করা হয় কচ্ছপগুলিকেও। তারপর এদিন সকালে কচ্ছপ-সহ দুই অভিযুক্তকে বন দফতরের আধিকারিকদের হাতে তুলে দেন তাঁরা।

বন দফতর সূত্রে জানাগিয়েছে, ৯৪টি কচ্ছপের মধ্যে বড় দুটি কচ্ছপের পেট কাটা ছিল। একটি কচ্ছপের মৃত্যু হয়েছে। অন্য কচ্ছপটির অবস্থাও আশঙ্কাজনক। বর্তমানে বারাসত প্রাণী বিকাশ উন্নয়ন দফতরের স্বাস্থ্যকেন্দ্রে সেটির চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। ছোট কচ্ছপগুলিকে বারাসতের রথ তলায় বন দফতরের রেঞ্জ অফিসে রাখা হয়েছে।


কচ্ছপগুলিকে ওই দুই ব্যক্তি কোথা থেকে নিয়ে এসেছে তা জানার জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। বন্য প্রাণী আইন অনুযায়ী দুই ব্যক্তির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে বন দফতর। আজ ধৃতদের আদালতে তোলা হবে। তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি বন দফতর জানাবে বলে খবর। কারণ তাদের আশঙ্কা, এর পিছনে কোনও বড় চক্র কাজ করছে। তাদের হদিশ পেতে ধৃতদের আরও বেশি জেরার প্রয়োজন বলে জানিয়েছেন আধিকারিকরা।

Previous article১৯ ডিসেম্বর শুভেন্দুর গড় পূর্ব মেদিনীপুরে সভা করতে পারেন অমিত শাহ,ওই মঞ্চেই কি বড় যোগদান হতে পারে!
Next articleএবার প্রতিদিনই কলকাতা–দিল্লি সরাসরি উড়ান, তবে করোনা আবহে মানতে হবে নিয়ম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here