২৪ ঘণ্টায় রাজ্যে আরও ১২ জনের সংক্রমণ , সেরে উঠেছেন ৩ জন, মোট করোনা অ্যাকটিভ ৮০: মুখ্যমন্ত্রী

0
1862

দেশের সময়, ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এই মুহূর্তে ৮০ জনের শরীরে সংক্রমণ অ্যাকটিভ রয়েছে বলে বৃহস্পতিবার বিকেলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে নতুন করে। সেই সঙ্গে সেরে উঠে বাড়ি ফিরে গেছেন আরও তিন জন। মৃত্যু হয়নি আর কারও। তাই গতকাল করোনা অ্যাকটিভের যে সংখ্যাটা ৭১ ছিল, সেটাই বেড়ে দাঁড়াল ৮০।

পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানান, তেহট্টের যে পরিবারের একসঙ্গে পাঁচ জনের করোনা ধরা পড়েছিল, সেই পরিবারের একটি শিশুর দেহে এখনও সংক্রমণ রয়েছে। সেই কারণে তার মা সেরে উঠলেও তিনি এখনও বাড়ি ফিরতে পারেননি। বাচ্চার সঙ্গেই রয়েছেন হাসপাতালে।

করোনাভাইরাসে সংক্রামিত হয়ে এখনও পর্যন্ত পাঁচ জনই মারা গেছেন বলে আবারও জানান মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে তিনি এদিন আরও জানান, রাজ্যে কোয়ারেন্টাইন সেন্টারের সংখ্যা বাড়ানো হচ্ছে। ৫৬২টা সরকারি সেন্টার ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। ৫১৮৮ জনকে এই সেন্টারগুলি থেকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। ৪৪১৭ জন এখনও সরকারি সেন্টারে রয়েছেন।
রাজ্যে এই মুহূর্তে ৮০ জন সক্রিয় (অ্যাক্টিভ) করোনা আক্রান্ত রয়েছেন। গত কালকের থেকে এই সংখ্যাটা ১২ জন বেড়েছে। মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ৫। নবান্নে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

লকডাউন মানে দমবন্ধ করা পরিস্থিতি

• কিন্তু এই পরিস্থিতি মেনে নিতে হবে

• সামাজিক দূরত্ব মেনে হোম ডেলিভারি

• ক্ষুদ্র শিল্পে যেন ভিড় না হয়

• সচেতন হয়ে কাজ করতে হবে

• জরুরি ভিত্তিতে আবশ্যিক পণ্য পরিবহণ

• বাজারে হ্যান্ড স্যানিটাইজার রাখুন

এখনই স্কুল খোলার সম্ভাবনা নেই

• মে মাসের প্রথম সপ্তচাহে মিড ডে মিল

• শিল্প সংস্থাগুলি এক একটি বাজারের দায়িত্ব নিন

• রাজ্যে করোনায় আক্রান্ত এক দিনে বাড়ল ১২ জন

• হাওড়া হাসপাতালের সুপার ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত

• গত ২৪ ঘণ্টায় ৩ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে

• রাজ্যে মোট ৮০টি সক্রিয় আক্রান্ত

• আমরা ২ লক্ষ পরিযায়ী শ্রমিককে খাওয়াচ্ছি

• রাজ্যে সরকারি কোয়রান্টিন সেন্টার ৫৬২টি

• এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত মূলত ১১টি পরিবার

• যাঁরা অর্ধেক দামে রেশন কেনেন তাঁদের জন্য ৩ মাস বিনামূল্যে রেশনের ভাবনা

• ১১ লক্ষ পিপিই-র বরাত দিয়েছে রাজ্য সরকার

• চা বাগানে ১৫ শতাংশ শ্রমিককে কাজ করার অনুমতি

• যে সব সংস্থা হাই়ড্রক্সিক্লোরোকুইন তৈরি করে তারা তৈরি করতে শুরু করুক

• ৭ লক্ষ ২০ হাজার এন-৯৫ মাস্কের অর্ডার

• সন্ধানে নামে সরকারি অ্যাপ চালু

• আশা কর্মীদের জন্য নতুন অ্যাপ

• মোবাইল অ্যাপে মিলবে করোনা সংক্রান্ত তথ্য

• কর্মীদের বেতন থেকে বঞ্চিত করা যাবে না

• রাজ্যের পক্ষে শিল্প সংস্থাকে বিদ্যুৎ ছাড় সম্ভব নয়

Previous articleমানবিক পরিষেবা
Next articleকোভিড-১৯ রুখতে চূড়ান্ত পর্যায়ের গবেষণা চলছে আইসিএমআরে,সবুজ সঙ্কেত প্লাজমা-থেরাপিতে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here