২টি টিকা নিয়েও করোনায় প্রয়াত বিশিষ্ঠ তবলা বাদক পন্ডিত শুভঙ্কর বন্দোপাধ্যায়

0
644

পিয়ালী মুখার্জী, কলকাতা: প্রয়াত বিশিষ্ঠ তবলা শিল্পী পন্ডিত শুভঙ্কর বন্দোপাধ্যায়। মাত্র ৫৪ বছর বয়সে করোনা আক্রান্ত হয়ে বুধবার দুপুরে কলকাতার বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। দু’টি টিকাই নিয়েছিলেন, তাও বাঁচানো গেল না স্বনামধন্য তবলিয়াকে।

বহু বছর ধরে পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ আমজাদ আলি খান, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া, পণ্ডিত বিরজু মহারাজ প্রমুখ শিল্পীদের সঙ্গে একই মঞ্চে অনুষ্ঠান করেছেন শুভঙ্কর। তা ছাড়া বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ‘সঙ্গীত সম্মান’ এবং ‘সঙ্গীত মহা সম্মান’ পুরস্কার গ্রহণ করেছেন প্রয়াত শিল্পী।

হাসপাতালে তাকে রাখা হয়েছিল একমো সাপোর্টে। মারাত্মক ক্ষতি হয়েছিল ফুসফুসে বলে হাসপাতাল সূত্রে খবর। শেষকৃত্যের আগে মরদেহ রাখা থাকবে রাজ্য সংগীত একাডেমিতে।
উল্লেখ্য , কোভিডের দু’টি টিকা নেওয়ার পরও আক্রান্ত হন শুভঙ্কর বন্দোপাধ্যায়। বর্তমান প্রজন্মের মধ্যে তবলিয়া হিসেবে শুভঙ্কর পরিচিত নাম।

দেশের সব বড় শিল্পীর সঙ্গেই শুভঙ্করকে মঞ্চে দেখা গিয়েছে। দেশে-বিদেশে ছড়িয়ে রয়েছে তাঁর অসংখ্য অনুরাগী।
ইতিমধ্যেই বিশিষ্ঠ তবলা শিল্পী পন্ডিত শুভঙ্কর বন্দোপাধ্যায়ের পুত্র অর্চিক বন্দোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় বাবার মৃত্যুর খবর দিয়েছেন। তবে সেইভাবে কোনোকিছু না লিখে শুধু লিখেছেন ‘LOST’ । আর সেই পোস্টে কমিটি করতে দেখা গেছে তবলা শিল্পী পন্ডিত শুভঙ্কর বন্দোপাধ্যায়ের অনুরাগীদের। একজন লিখেছেন বিশ্বাস করতে পারছি না, ভারতীয় সংগীত জগতের বিশাল ক্ষতি । আর একজন লিখেছেন ‘অবিশ্বাস বলার কোন ভাষা নেই।

Previous article২০ হাজার টাকা সহ অন্যান্য সামগ্রী ভর্তি ব্যাগ পেয়ে যাত্রীকে ফিরিয়ে দিলেন বনগাঁর টোটো চালক সমীর
Next articleনবান্নে মমতা কী বললেন বনগাঁর প্রাক্তন তৃণমূল সাংসদ কে ! জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here