১৭মে-র পর লকডাউন কি উঠবে?উঠলে কীভাবে! কাল মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

0
2353

দেশের সময় ওয়েবডেস্কঃ১৭ মে শেষ হচ্ছে দেশজুড়ে তৃতীয় দফার লকডাউনের মেয়াদ। তার ঠিক আগেই ১১ মে সোমবার দেশের সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বিকেল তিনটেয়ে সেই মিটিং হবে বলে জানা গিয়েছে। সেই বৈঠকে লকডাউন তোলার ব্যাপারে মুখ্যমন্ত্রীদের বক্তব্য শুনবেন প্রধানমন্ত্রী। লকডাউন তোলার সিদ্ধান্ত হলে কোথায় কীভাবে তা তোলা হবে তা নিয়েও আলোচনা হতে পারে।

ফাইল চিত্র:

দেশে সংক্রমণ বাড়লেও প্রায় প্রতিদিনই বাড়ছে সুস্থতার হার। এই মুহূর্তে ভারতে করোনা থেকে সুস্থতার হার ৩০.৭৬ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২০ দিন ধরে প্রতিদিন এই হার একটু একটু করে বেড়েছে। এই বৃদ্ধি যথেষ্ট ইতিবাচক বলেই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। তবে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। 

বিজ্ঞাপণ:

ভারতে গত ২৪ ঘণ্টায় ৩২৭৭ জন আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী রবিবার, ১০ মে, সকাল ৮টা পর্যন্ত দেশে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬২৯৩৯। দেশে করোনা সংক্রামিত হয়ে মৃত্যু হয়েছে ২১০৯ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১২৮ জন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১৫১১ জন। ভারতে এখনও পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৯৩৫৮ জন। অর্থাৎ এই মুহূর্তে দেশে কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ৪১৪৭২।

এই পরিস্থিতিতে গোটা দেশে লকডাউন তোলা যাবে কিনা তা নিয়ে বিভিন্ন মহলেই রয়েছে প্রশ্ন। এর আগে দেখা গিয়েছে প্রতিবারই লকডাউনের মেয়দা শেষ হওয়ার আগে আগে সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। এর পরেই বেড়েছে লকডাউনের মেয়াদ। এবারও মুখ্যমন্ত্রীরা কী বলছেন তার উপরে অনেকটাই নির্ভর করছে লকডাউনের ভবিষ্যৎ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সর্বশেষ ঘোষণা অনুযায়ী তৃতীয় দফায় লকডাউনের মেয়াদ ১৭ মে শেষ হওয়ার কথা। কিন্তু সম্প্রতি তেলেঙ্গানায় লকডাউনের মেয়াদ আরও ১২ দিন বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও। এখনও মহারাষ্ট্র, গুজরাট, দিল্লির যে পরিস্থিতি তাতে সেখানকার সরকারও লকডাউনের মেয়দা বাড়াতে চাইতে পারেন। আবার এমনও হতে পারে যে ‌সব রাজ্যের হটস্পটগুলি‌তে লকডাউনের বিধিনিষেধ চলতে পারে ১৭ মে-র পরে।

সংক্রমণ ছড়ায়নি এমন জায়গায় লকডাউন তুলে নিলেও কীভাবে তোলা হবে সে বিষয়েই সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রীদের পরামর্শ নিতে পারেন প্রধানমন্ত্রী। আপাতত গোটা দেশ সোমবারের বৈঠকের দিকে তাকিয়ে।

সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে প্রধানমন্ত্রীর আগামিকালের ভিডিয়ো কনফারেন্সের আগে রবিবার একটি বৈঠক সেরে নিয়েছেন ক্যাবিনেটসচিব গৌরব গৌবা। দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের সঙ্গে এ দিন করোনা নিয়ে ভিডিয়ো কনফারেন্স করেন তিনি।

Previous articleসিকিমে ইন্দো-চিন সীমান্তে দুই বাহিনীর সংঘর্ষ, জখম দু’পক্ষেই
Next articleএকুশ দিন সম্পূর্ণ লকডাউন বনগাঁ শহর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here