হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যু মামলায় চার্জশিট দিল সিআইডি

0
619

দেশের সময় ওয়েবডেস্কঃ উত্তর দিনাজপুরের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যু মামলায় চার্জশিট দিল সিআইডি। রাজ্যের তদন্ত এজেন্সি সূত্রে খবর, ধৃত নিলয় সিনহা ও মেহেবুব আলির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে।

গত ১৩ জুলাই ভোর বেলা সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া এই বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার হয় একটি দোকানের বারান্দা থেকে। তাঁর পকেট থেকে.উদ্ধার হয়েছিল সুইসাইড নোটও। ওইদিনই পুলিশ জানিয়েছিল, সুইসাইড নোটে দু’জনের নাম রয়েছে।

তারপর মালদা থেকে.নিলয় ও মেহেবুবকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের হেফাজতে নেয় সিআইডি। জানা যায়, এই দু’জনের থেকে মোটা টাকা ধার করেছিলেন বিধায়ক। ধৃত দু’জন দাবি করে, বারবার চেয়েও সেই টাকা মিলছিল না দেখেই তারা হুমকি দিয়েছিলেন বিধায়ককে।

দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর পর ব্যাপক শোরগোল পড়ে যায় রাজ্যে। বিজেপি অভিযোগ করে বিধায়ককে খুন করা হয়েছে। সিবিআই তদন্তেরও দাবি তোলে গেরুয়া শিবির। যদিও রাজ্য সরকার বিজেপির দাবি মানেনি।

মৃত বিধায়কের স্ত্রী চাঁদিমা রায়ের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছিল সিআইডি। যদিও সিআইডি সূত্রে খবর, ধৃত দুজনের বিরুদ্ধে আইপিসি ৩০৬, ৪২০ ও ১২০বি ধারায় মামলা রুজু হয়েছে। মৃতের স্ত্রীর বক্তব্য ছিল, আগের রাতে অচেনা নম্বর থেকে ফোন এসেছিল। সেই যে দেবেনবাবু বের হন তারপর আর ফেরেননি। সকালে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর। পোশাক দেখেই বোঝা গিয়েছিল, আগের রাতে ঘরের জামাকাপড়েই বেরিয়ে পড়েছিলেন তিনি। পরনে ছিল সাদা শার্ট আর নীল লুঙ্গি।

সিআইডির চার্জশিট প্রসঙ্গে শুক্রবার বেশি রাত পর্যন্ত জেলা বিজেপি বা দেবেন্দ্রনাথ রায়ের পরিবারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Previous articleকরোনা চলে গেছে, বিজেপি–র সমাবেশ রুখতেই লকডাউন মমতার, দাবি করলেন দিলীপ ঘোষ
Next articleদুর্গা ‌পুজোর আগেই লোকাল ট্রেন?‌ যাত্রীদের প্রত্যাশাপূরণের ইঙ্গিত রেলের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here