দেশের সময় ওয়েবডেস্ক: আবারও সেরার শিরোপা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ব সেরা বিজ্ঞানীদের একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ২৯ জন গবেষক স্থান পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের টিচার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, তালিকায় সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সব থেকে বেশি সংখ্যক বিজ্ঞানী এখানকারই। বিজ্ঞানীদের গবেষণা সংক্রান্ত প্রকাশনার ওপর ভিত্তি করেই এই তালিকা তৈরি করে স্ট্যানফোর্ড।
সারা বিশ্বের মাত্র দুই শতাংশ বিজ্ঞানীরই নাম ওঠে তালিকায়। এদেশে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরেই রয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (২৪), হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় (২২), দিল্লি বিশ্ববিদ্যালয় (১৮)। গোটা দেশে মোট ২,০৪৯ জন বিজ্ঞানীর নাম উঠেছে।
বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গিয়েছে, কেন্দ্র থেকে তেমন অনুদান আসে না। তার পরেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই কৃতিত্ব অর্জন করেছেন। কেন্দ্রের এই দিকে নজর দেওয়া উচিত। এর পর আরও বেশি অনুদান দেওয়া উচিত। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সেরও ১১৪ জন বিজ্ঞানীর নাম রয়েছে এই তালিকায়।