সুমনের গানের সাথে বাদুরিয়ার চাতরায় দুয়ারে সরকার

0
568

দেশেরসময় ওয়েবডেস্কঃ মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বাদুরিয়া ব্লকের চাতরা গ্রাম পঞ্চায়েতে দুয়ারে দুয়ারে সরকারের বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হলো ‍। পঞ্চায়েত উপ প্রধানের কথায় প্রায় ৫০০০ উপভোক্তা উপস্থিত হয়ে তাদের সমস্যার কথা জানিয়েছেন‍। তাদের আশা যে, সকলেই সরকারী সুযোগসুবিধা পাবেন‍।


বসিরহাট তথ্য সংস্কৃতি দপ্তরের শিল্পী সমন্বয়ে প্রচলিত সুরে সুমন চন্দ্র দের রচনা করা গানে দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচীর অনুষ্ঠানের বিশেষ মাত্রা যোগ করে‍। সুমন, তাঁর গানের মাধ্যমে আপামর গরীব দুঃখী মানুষের কস্টের কথা তুলে ধরেছেন‍ এবং গানে গানে দুয়ারে সরকার কর্মসূচির বিশেষ কিছু প্রকল্প তুলে ধরে স্থানীয় মনুষদেরকে তা বোঝানোর চেস্টা সফল করেছেন‍।দীর্ঘ লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হলেও সুমনের গানে সে সময় কখন অতিক্রান্ত হয়ে গেল বুঝতেই পারেননি অনেকেই, স্থানীয় বাসিন্দা গৌর বিস্বাস বলেন, দুয়ারে সরকার আসায় আমরা যেমন উপকৃত তেমন তার সাথে এদিনের সুমনের গান উপরি পাওনা হল আমাদের৷

Previous article“বিজেপি ঝড়ের বেগে গুজব ছড়ায়, আমরা ঝড়ের বেগে উন্নয়ন করব” ‘বিজেপি মিছিল ডেকে নিজের লোক মারে’: মমতা
Next articleপ্রেম থেকে অর্থ, বুধের প্রভাবে কতটা বদলাবে আপনার রাশিফল?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here