সুখবর, গ্রাহকদের জন্য জোড়া খরচ কমিয়ে দিল এসবিআই ব্যাঙ্ক

0
521

দেশের সময় ওয়েবডেস্কঃ ৪৪ কোটি গ্রাহকের জন্য সুখবর দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। সেভিংস অ্যাকাউন্টে আর মিনিমাম ব্যালান্স রাখার চাপ রইল না। ফলে তার জন্য আর জরিমানাও দিতে হবে না। একই সঙ্গে ব্যাঙ্কের থেকে পাঠানো অ্যাকাউন্ট সংক্রান্ত এসএমএস-এর জন্য মাসে মাসে পয়সাও দিতে হবে না। মঙ্গলব‌ার ব্যাঙ্কের পক্ষে টুইট করে বলা হয়েছে, “এসবিআই-তে সেভিংস অ্যাকাউন্ট থাকা গ্রাহকদের জন্য সুখবর। এখন থেকে আর এসএমএস পরিষেবার জন্য কোনও চার্জ দিতে হবে না এবং ন্যূনতম মাসিক গড় ব্যালান্স না রাখতে পারার জন্যও জরিমানা দিতে হবে না।”

যারা ইন্টারনেট ব্যাঙ্কিং এবং চেক বুক ব্যবহারের সুবিধা নেয় সেই গ্রাহকরাও কি এই সুবিধা পাবে? এমন প্রশ্নের উত্তরে এসবিআই জানিয়েছে, সব রকমের সেভিংস অ্যাকাউন্টেই এই দুই সুবিধা মিলবে। তবে যে সব গ্রাহক সেভিংস অ্যাকাউন্টে বেশি টাকা রাখেন তাদের জন্য বিনা খরচে এটিএম থেকে টাকা তোলার বাড়তি সুবিধা দেয় এসবিআই। যেমন যাদের অ্যাকাউন্টে সব সময়ে এক লাখ টাকার বেশি ব্যালান্স থাকে তারা বিনা খরচে মাসে যত খুশি এটিএম লেনদেনের সুবিধা পায়।

উল্লেখ্য, আগের নিয়ম অনুযায়ী ব্যাঙ্কের এলাকা হিসেবে অ্যাভারে‌জ মান্থলি ব্যালান্স রাখার তিনটি ভাগ ছিল। মেট্রো ও শহরাঞ্চলে ৩ হাজার টাকা, উপশহরাঞ্চলে ২ হাজার টাকা এবং গ্রামীন এলাকার শাখার অ্যাকাউন্টে ১ হাজার টাকা মাসিক গড় ব্যালান্স রাখতে হত।

স্টেট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলে মেট্রো এবং শহরাঞ্চলে ১০ থেকে ১৫ টাকা পণ্য এবং পরিষেবা কর দিতে হত। উপশহরাঞ্চল অর্থাৎ সেমি আর্বান অঞ্চলে সাড়ে সাত টাকা থেকে ১২ টাকা চার্জ ও জিএসটি দিতে হত। গ্রামাঞ্চলে ৫ টাকা থেকে ১০ টাকা চার্জ ও জিএসটি দিতে হত। এখন থেকে আর কোনও চার্জই দিতে হবে না। এই নিয়মই আর রইল না। অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স রাখতে না হওয়ায় উপকৃত হবে দেশের বৃহত্তম ব্যাঙ্কের ৪৪.৫১ কোটি গ্রাহক।

Previous articleআগে করোনা পরীক্ষা, তারপর মাঠে নামবে মহমেডান
Next articleআইপিএলের টাইটেল স্পনসর ড্রিম ইলেভেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here