সিঙ্গুর নিয়ে সিপিএমের লংমার্চ

0
782

দেশেরসময় ওয়েবডেস্ক: দোর গোড়ায় লোকসভা ভোট কড়া নাড়ছে। রাজ্য ও কেন্দ্রের যুযুধান দুই পক্ষ তৃণমূল কংগ্রেস ও বিজেপি যখন খোল- করতাল যাত্রা , ব্রিগেড-এর সভা. বা বিজেপির রথযাত্রা থেকে ব্রিগেডের সভার দিনক্ষণ ঠিক এবং তার প্রচারও শুরু হয়ে গিয়েছে। সেখানে রাজ্যের প্রধান বাম দল সিপি এম বেশ খানিকটা ব্যাকফুটে। অবশেষে আগামী ৩ ফেব্রুয়ারি বামেরা ব্রিগেড সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে। তার আগে নিজেদের সাংগঠনিক শক্তিকে সুসংহত রূপ দিতে চলতি মাসের ২৮ নভম্বর সিঙ্গুর থেকে কলকাতা লং মার্চের ডাক দিয়েছে দলের কৃষক ও ক্ষেতমজুর সংগঠন। এছাড়া, আগামী ডিসেম্বরে মুর্শিদাবাদ ও জলপাইগুড়ি তেও পদযাত্রা হবে বলে জানান, দলের কৃষকসভার নেতা অমল হালদার৷ সিঙ্গুরের ইচ্ছুক ও অনিচ্ছুক বহু কৃষক এই পদযাত্রায় অংশ নেবে বলে কৃষক ও ক্ষেতমজুর সংগঠনের নেতৃত্বের দাবি। কৃষক নেতৃত্বের অভিযোগ, সিঙ্গুরের কৃষক-ক্ষেতমজুরদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে রাজ্য সরকার। সেখানে মাত্র ১১বিঘা জমিতে চাষ হচ্ছে বলে সোদপুরের তীর্থ ভারতীতে সিঙ্গুর থেকে কলকাতা লংমার্চের সমর্থনে মিছিল শেষে অভিযোগ করেলন, উত্তর ২৪ পরগনা জেলার শীর্ষ নেতৃবৃন্দ। আগামী ২৯ নভেম্বর লংমার্চ শেষে কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউয়ের সভায় প্রধান বক্তা দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ৷ আর,সিঙ্গুরের রতনপাড়ায় এই লং মার্চের সূচনা করবেন কৃষক সভার সর্বভারতীয় সভাপতি হান্নান মোল্লা বলে জানালেন, উত্তর ২৪ পরগনা জেলা সিপিএমের সম্পাদক মৃণাল চক্রবর্তী ৷ তিনি বলেন, এই সভা সফল করতে জেলার সর্বত্র মিছিল ও পথসভা করা হচ্ছে। সোদপুরের মিছিল তারই অঙ্গ। উল্লেখ্য, রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস ও ক্রমে প্রধান বিরোধী শক্তি হয়ে ওঠা বিজে পির সঙ্গে ধারে ও ভারে পথের আন্দোলনে বামেরা যথেষ্ট পিছিয়ে৷ আগামী লোকসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের মনোবল বাড়াতে এবার নানা রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে একদিকে দলের সংগঠন গোছানো অন্যদিকে বাংলার মানুষের কাছে বামেদের প্রাসঙ্গিকতা তুলে ধরতে, এবার সেই আন্দোলনের পথেই পা বাড়াচ্ছে সিপিএম সহ বামেরা। সিঙ্গুর থেকে কলকাতা পদযাত্রা তারই প্রথম পদক্ষেপ।

Previous articleজলাতঙ্কের আশঙ্কা হাবরায়, আতঙ্কে গোটা পৃথিবা গ্রাম
Next articleআমলাশোল গেছেন? ব্লকে ব্লকে যান?প্রশ্ন মমতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here