সাবেকি সাজে বিয়ে করলেন দীপঙ্কর দে এবং দোলন রায়

0
1170

দেশের সময় ওয়েবডেস্কঃ দীর্ঘদিন লিভ-ইন রিলেশনশিপে থাকার পর অবশেষে গাঁটছড়া বাঁধলেন বাংলা চলচ্চিত্র জগতের বর্ষীয়ান অভিনেতা দীপিঙ্কর দে এবং অভিনেত্রী দোলন রায়। তাঁদের প্রেম অনেকদিন ধরেই টলিপাড়ায় বহু চর্চিত বিষয়। শেষ পর্যন্ত বিয়েটা সেরেই ফেললেন এই দুই অভিনেতা। আইনি স্বীকৃতি পেল তাঁদের সম্পর্ক।

ছিমছাম আয়োজনে ঘনিষ্ঠ বন্ধুবান্ধবকে সঙ্গে নিয়েই বিয়ে সেরেছেন এই দুই তারকা। হাইল্যান্ড পার্কের পাশে একটি রেস্তোরাঁয় বসেছিল বিয়ের আসর। হাজির ছিলেন, নাট্যকার ও অভিনেতা ব্রাত্য বসু, সৌমিত্র মিত্র, ধ্রুব কুণ্ডু, শীর্ষ সেন ও লেখক-সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়৷ ছিলেন পাত্রীর ভাই দুর্গাশিস রায়৷

বিয়ের আয়োজনে আতিশয্য না থাকলেও পোশাকের বাহারে নজর কেড়েছেন দীপিঙ্কর এবং দোলন দু’জনেই। একেবারেই সাবেকি বাঙালি পোশাকে এদিন দেখা গিয়েছে তাঁদের। দীপঙ্করের পরনে ছিল সাদা কুর্তা এবং ধুতি। আর লাল বেনারসীতে সেজেছিলেন দোলন রায়। সঙ্গে মাথায় ম্যাচিং লাল ফুল এবং মানানসই গয়না। বন্ধুবান্ধবদের উপস্থিতিতেই এ দিন রেজিস্ট্রিও সেরে নেন এই দুই অভিনেতা।

দীপঙ্কর দে এবং দোলন রায়ের সম্পর্ক আজকের নয়। এই জুটি কবে বিয়ে করবেন সেই অপেক্ষা ছিল ভক্তদের মধ্যেও। নতুন বছরের শুরুতেই এবার শুভ কাজ সেরে নিলেন দু’জন।

Previous articleকোন বয়সে কতবার! কতদিন পর পর সহবাস করা ভাল,কি বলছে বিজ্ঞান
Next articleYour Shot 🔘BRIDAL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here