দেশের সময়, বনগাঁ: সাত সকালে প্রাতভ্রমণে বেড়িয়েছিলেন বনগাঁ জয়পুরের স্থানীয়বাসিন্দা উওম ঘোষ,যশোর রোডে হাঁটতে হাঁটতে তাঁর পাশ দিয়ে একটি ত্রিপল দিয়ে ঢাকা ধীর গতিতে যাওয়া গাড়িতে শুনতে পান মানুষের কথা বলার শব্দ।সন্দেহ হওয়ায় গাড়িটি আটকে দিলে দেখতে পান গাড়ির ভিতরে অন্তত ত্রিশজন গাঘেঁষে বসে আছে, আর গাড়িটির সামনে লেখা এমারজেন্সি ফুড সাপলাই৷
গাড়ির চালক এবং যাত্রীদেরকে জিজ্ঞাসাবাদের পর জানাযায় এরা মুম্বাই থেকে ফিরছেন,কেউ আবার ডানকুনি এলাকার কথাও বলেন৷ বাংলাদেশের পাসপোর্ট দেখিয়ে জানান তাদের বাড়ি বাংলাদেশ সাতক্ষিরা এলাকায়।আজই দেশে ফিরবেন বলে পেট্রাপোল সীমান্তে যাচ্ছিল এই দলটি৷ ঘটনা জানতে পেরে বনগাঁ থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁছায় এবং গাড়ি ও গাড়ির চালক সহ যাত্রীদেরকে প্রথমে স্ক্রিনিং এর জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷
পুলিশ সূত্রের খবর গাড়িতে ১টি শিশু ও মহিলা ,পুরুষ সহ ৬জন ছিল বাকিরা ভয়ে পালিয়েছে। তাঁদের খোঁজ চলছে ৷ স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন পালিয়ে যাওয়া বাংলাদেশীদের কে নিয়ে।কারণ তাঁদের শরীরে করোনা সংক্রমণ আছে কিনা সেটা পরীক্ষা না হলে সীমান্তের গ্রামে সাধারণ মানুষের মধ্যে মিশে গেলে গোটা এলাকার মানুষ আক্রান্ত হতে পারেন৷এই চিন্তাই এখন কপালে ভাজ ফেলেছে বনগাঁ সীমান্তএলাকার বাসিন্দাদের।
দেখুন ডিডিও: