শোভাবাজার রাজবাড়ীর মহালয়ার গান ও চন্ডীপাঠে জমে উঠলো শুভ পঞ্চমীর শারদ সন্ধ্যা

0
1283

দেখুন ভিডিও:

অপির্তা দে, কলকাতা-দেশের সময়:

পঞ্চমীর সন্ধ্যায় উত্তর কলকাতার শোভাবাজার রাজবাড়ীর প্রাঙ্গনে বসলো রাজপরিবারের পারিবারিক মহালয়ার অনুষ্ঠান। পরিবারের সদস্যদের এবং রাজবাড়ীর দর্শনার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো চন্ডীপাঠ ও মহালয়ার গান; এতে অংশগ্রহণ করেছিলেন রাজবাড়ীর সকল সদস্যবৃন্দ৷

পরিবারের সদস্যরাই এইসব গান ও সুর রচনা করে একসময় এই পারিবারিক মহালয়ার অনুষ্ঠানের সূচনা করেছিলেন কিন্তু কালক্রমে তা বন্ধ হয়ে যায়; গতবছর থেকে এই পারিবারিক মহালয়া পুনরায় আরম্ভ করা হয় পরিবারের সকল সদস্যের উপস্থিতিতে, জানালেন রাজপরিবারের অন্যতম বংশধর শ্রী সৌমিত নারায়ণ দেব৷

Previous articleপুজো পরিক্রমা: ‘ঐক্যসন্মেলনী ক্লাব’ বনগাঁ- ‘দেশের সময়’
Next articleদেশের সময়-পুজো পরিক্রমা: বনগাঁ শিমুলতলা আয়রণ গেট স্পোর্টিং ক্লাব পুজো মন্ডপ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here