দেশেরসময় ওয়েবডেস্ক: রবিবার ভোর চারটে নাগাদ আগুন লাগে শিলিগুড়ির বিধান মার্কেটের তুলাপট্টিতে। ভস্মীভূত শীতের পোশাকের পাঁচটি দোকান। দমকলের প্রাথমিক অনুমান, বাজারের অতি পুরনো এবং প্রায় নষ্ট হয়ে যাওয়া বিদ্যুতের তার থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছিল। উল, কাপড়, সুতো, তুলোর মতো দাহ্য পদার্থে ঠাসা বাজারে মুহূর্তে তীব্রতা পায় আগুন। স্থানীয় এক বেক্তি প্রথমে ধোঁয়া দেখতে পেয়ে দোকানমালিকদের খবর দেন। তাঁরা এরপর খবর দেন দমকল এবং পুলিসে। প্রথমে দুটো ইঞ্জিন গেলেও আগুন বেড়ে যাওয়ায় আরও দুটি ইঞ্জিন যায়। বাজারের ভিতরের সংকীর্ণ এবং ঘিঞ্জি রাস্তায় দমকলের পৌঁছতে প্রথমে সময় লাগে। দমকলের চারটি ইঞ্জিনের প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার প্রকৃত কারণ, বিধান মার্কেটের বিদ্যুৎ সংযোগ এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দমকলকর্মীরা। কলকাতা থেকে উত্তরবঙ্গ আগুনে পুড়ছে মার্কেট সতর্কতার অভাব চোখে পড়ছে সর্বএ।