শরীর অর্থ প্রেম, জেনে নিন আজকে আপনার রাশির জন্য কেমন

0
1047

রাশিফল
মেষ
শরীর যাঁরা অযথা অশান্তি করেন, তাঁদের থেকে দূরে থাকুন। আপনার প্রেশার নইলে লাফিয়ে লাফিয়ে বাড়বে আজ।
অর্থ দিনের শেষভাগে কিছু টাকা পয়সা আসতে পারে হাতে। তাই সঠিক সময়ের অপেক্ষা করুন।
প্রেম ভালো থাকতে নিজেদের সময় দিন। নইলে সমস্যার সমাধান সম্ভব নয়।

বৃষ
শরীর নানা সমস্যার সম্মুখীন হতে পারেন আজ। অযথা উত্তেজিত হবেন না। প্রেশার বাড়তে পারে।
অর্থ টাকাকড়ি পরিশোধ হয়ে যাওয়ার দরুণ আর্থিক অবস্থার উন্নতি হবে। আবার কেউ কেউ আজ গয়না, ঘর সাজানোর সরঞ্জাম কিনে টাকা খরচ করতে পারেন।
প্রেম সঙ্গীর ভালোবাসায় আজ কিছুটা হলেও অবাক হবেন। সব ঝামেলা থেকে তিনি আপনাকে আগলে রাখবেন।

মিথুন
শরীর ক্লান্তিকর একটা দিন। তাই ধীরে সুস্থে এগোনোর চেষ্টা করুন। শরীর খারাপ করতে পারে।
অর্থ ব্যবসায়ীদের জন্য ভালো দিন, কারণ তাঁরা আকস্মিক অপ্রত্যাশিত মুনাফা বা অভাবনীয় লাভ দেখতে পেতে পারেন।
প্রেম রোম্যান্সের আবহ চারপাশে। তাই উপভোগ করুন দুজনে।

কর্কট
শরীর আশপাশের লোকজন আজ অশান্তি করতে পারেন, পাত্তা দেবেন না। অসুস্থ হয়ে পড়তে পারেন।
অর্থ অন্যকে আনন্দ দিতে গিয়ে অযথা খরচ করে ফেলবেন না। আপনারই চাপ বাড়বে।
প্রেম সঙ্গীকে একটু গুরুত্ব দিন, নইলে তিনি একাকীত্বে ভুগতে পারেন।

সিংহ
শরীর সুস্থ থাকতে আলাদা করে কিছু করতে হবে না আজ। অন্য দিনের চেয়ে বেশি অ্যাক্টিভ থাকবেন।
অর্থ কোনও সামান্য চেনা মানুষের কথায় বিনিয়োগ করতে যাবেন না। তাতে সমস্যা হবে।
প্রেম আপনার হাতের বাইরে যেতে পারে কিছু বিষয়, মাথা ঠাণ্ডা না রাখলে সমস্যা বাড়তে পারে।

কন্যা
শরীর স্বাস্থ্যের ব্যাপারে অবহেলা করবেন না, বিশেষ করে মদ্যপান এড়িয়ে চলুন।
অর্থ বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন।
প্রেম আপনার জন্য আজ সঙ্গী গর্ববোধ করবেন। তাঁর এই ভালোলাগা উপভোগ করুন।

তুলা
শরীর বিশ্রাম চাইবে আজ শরীর, তাই অফিসের বেশি দায়িত্ব নিজের কাঁধে নেবেন না।
অর্থ আদালতে আজ বেশ কিছু টাকা খরচ হয়ে যেতে পারে। অর্থনৈতিক কোনও ক্ষেত্রে সই করলে পড়ে বুঝে নেবেন আজ।
প্রেম কাছের মানুষ আজ কিছুটা অসুস্থ হয়ে পড়তে পারেন। তাঁকে নিয়ে একটু চিন্তায় থাকবেন আপনি।

বৃশ্চিক
শরীর অবসরের আনন্দ নিতে হবে, নইলে মেজাজ খারাপ থাকবে। তাই চেষ্টা করুন নিজেকে সময় দিতে।
অর্থ ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না। তাতে লোকসান হবেই, যদি না আপনি বিনিয়োগ সময় সব দিক লক্ষ্য রাখেন।
প্রেম রুক্ষ মেজাজ সম্পর্কে তিক্ততা আনতে পারে। নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন।

ধনু
শরীর অতিরিক্ত খাওয়া এবং নেশা থেকে দূরে থাকুন। শরীরের উপর অত্যাচার করবেন না।
অর্থ আর্থিক উন্নতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে, কিন্তু একই সময়ে ব্যয়ও ঊর্ধ্বমুখী হবে।
প্রেম মান অভিমান, খুনসুটিতে দারুণ কাটবে সময়।

মকর
শরীর হঠকারী হয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না। হার্টের অবস্থায় তার প্রভাব পড়তে পারে।
অর্থ অবাস্তব পরিকল্পনার ফলে অর্থের অভাব দেখা দিতে পারে।
প্রেম কাছের মানুষের অশিষ্টতায় আজ কষ্ট পেতে পারেন।

কুম্ভ
শরীর রাস্তায় বিপদের সম্ভাবনা আছে। চেষ্টা করুন, সাবধানে চলাফেরা করতে।
অর্থ আজ অর্থনৈতিক আলোচনার সময়ে উল্টোদিকের মানুষকেও গুরুত্ব দিন। চেষ্টা করুন, নিজের লাভের কথা খুব বিনয়ের সাথে জানিয়ে দিতে।
প্রেম হাসি ঠাট্টা করতে করতে দিন কেটে যাবে আপনাদের।

মীন
শরীর অস্থিরতা ভুলে গিয়ে নিজেকে প্রাণায়াম এবং যোগাসনে নিয়োজিত করুন।
অর্থ বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। আজ এগোবেন না ও দিকে।
প্রেম দুজনে সময় কাটাতে পারলে আজ বোঝাপড়া একটু বেশি মজবুত হতে পারে।

Previous articleদেশ জুড়ে ৩০ লাখ ৭৫ হাজার মহিলা নিয়োগ করবে মোদী সরকার
Next articleবনগাঁ ও হালিশহরের পর এবার নৈহাটি পুরসভাও দখলে রাখল তৃণমূল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here