হায়দরাবাদ হাউসে বৈঠকের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি– পি আই বি ৷
प्रधानमंत्री @narendramodi ने नई दिल्ली के हैदराबाद हाउस में अमेरिकी राष्ट्रपति @realDonaldTrump से मुलाकात की#NamasteyTrump #TrumpIndiaVisit pic.twitter.com/XoeGnkEv1h
— पीआईबी हिंदी (@PIBHindi) February 25, 2020
अमेरिकी राष्ट्रपति @realDonaldTrump ने हैदराबाद हाउस में आंगतुक पुस्तिका पर हस्ताक्षर किए#TrumpIndiaVisit #TrumpInIndia #IndiaWelcomesTrump pic.twitter.com/Rmbn3EBsfD
— पीआईबी हिंदी (@PIBHindi) February 25, 2020
রাষ্ট্রপতি ভবনে গার্ড অব অনার ডোনাল্ড ট্রাম্পকে। ছবি: টুইটার সংগৃহীত৷
राष्ट्रपति भवन में गार्ड ऑफ ऑनर का निरीक्षण करते अमेरिका के राष्ट्रपति @realDonaldTrump@rashtrapatibhvn #NamasteyTrump #TrumpInIndia #IndiaWelcomesTrump pic.twitter.com/tWaICdSdQT
— पीआईबी हिंदी (@PIBHindi) February 25, 2020
রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন ট্রাম্পের। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
US President @realDonaldTrump and First Lady Melania Trump @FLOTUS pay floral tributes to #MahatmaGandhi at #Rajghat
🇮🇳🇺🇸 #NamasteyTrump #TrumpInIndia #IndiaWelcomesTrump #Gandhi150 pic.twitter.com/SChoCGP3xt
— PIB India (@PIB_India) February 25, 2020
राष्ट्रपति #DonaldTrump और उनकी पत्नी मेलानिया ट्रंप ने राजघाट पर बापू को दी श्रद्धांजली#TrumpVisitIndia @POTUS pic.twitter.com/gC6DLRaWn6
— डीडी न्यूज़ (@DDNewsHindi) February 25, 2020
দেশের সময় ওয়েবডেস্কঃরাইসিনা হিলসে সস্ত্রীক মার্কিন রাষ্ট্রপতিকে রাজকীয় সম্মানে অভ্যর্থনা জানালেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ডোনাল্ড ট্রাম্পকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে রাষ্ট্রপতি ভবনে অভ্যর্থনা জানানোর পর সেখান থেকে রাজঘাটে পৌঁছবেন তাঁরা। সেখানে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বলে খবর।
PM @narendramodi US President #DonaldTrump to hold delegation-level talks at Hyderabad House https://t.co/5VK0PLQVg1
Watch #TrumpIndiaVisit on DD India LIVE: https://t.co/m7a3HtFnfO pic.twitter.com/7Ptt0wzj6Q— DD News (@DDNewslive) February 25, 2020
এরপর ট্রাম্প ও মেলানিয়া পৌঁছন হায়দরাবাদ হাউসে। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠকে বসবেন ডোনাল্ড ট্রাম্প। তারপর দু’দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে আরও একদফা আলোচনা হওয়ার কথা। সেখানেই হবে সামরিক–সহ একাধিক চুক্তি। উল্লেখ্য, সোমবার মোতেরা স্টেডিয়ামে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ভারতের সঙ্গে ৩০০ কোটি ডলার প্রতিরক্ষা চুক্তি করতে চলেছে আমেরিকা।
জানা গিয়েছে, দুপুর তিনটের সময় মার্কিন দূতাবাসে ভারতীয় শিল্পপতিদের সঙ্গে বৈঠক রয়েছে। আর রাত ৮টায় রাষ্ট্রপতি ভবনে নৈশভোজ করবেন ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন ফার্স্ট লেডি। রাত ১০টা নাগাদ বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট। তবে এখন সবার চোখ রয়েছে মোদি–ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠকে।
LIVE: Ceremonial welcome of President @realDonaldTrump at Rashtrapati Bhavan https://t.co/7W4MyV7XAT
— President of India (@rashtrapatibhvn) February 25, 2020
#TrumpIndiaVisit: US President @realDonaldTrump inspects Guard of Honour during ceremonial reception at @rashtrapatibhvn pic.twitter.com/6Ovh1gURX0
— DD News (@DDNewslive) February 25, 2020