৬০ লক্ষেরও বেশি ছাত্রীর ক্ষমতায়ন করেছে কন্যাশ্রী প্রকল্প,কন্যাশ্রী দিবসে টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

0
479

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/1347678448728222/?sfnsn=scwspmo

দেশের সময়: কলকাতা: ৬০ লক্ষেরও বেশি ছাত্রীর ক্ষমতায়ন করেছে কন্যাশ্রী প্রকল্প। কন্যাশ্রী দিবসে টুইট করে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক নজরে:

  • ৬০ লক্ষেরও বেশি ছাত্রীর ক্ষমতায়ন করেছে কন্যাশ্রী প্রকল্প।
  • কন্যাশ্রী দিবসে টুইট করে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • কন্যাশ্রী প্রকল্পে ইতোমধ্যেই ৭০০০ হাজার কোটি টাকারও বেশি ব্যয় হয়েছে বলেও জানান তিনি।
বুধবার টুইটে মমতা লেখেন, ‘আজ কন্যাশ্রী দিবস।, বাংলার এক গর্বের দিন। কন্যাশ্রী প্রকল্পটি চালু হয় ২০১৩ সালে, এবং এরপর জিতে নেয় রাষ্ট্রপুঞ্জের ফার্স্ট প্রাইজ। মেয়েরা আমাদের রাজ্যের, দেশের এবং সারা বিশ্বের সম্পদ। কন্যাশ্রী স্কলারশিপের মাধ্যমে মেয়েরা স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পৌঁছে গিয়েছে। তারা স্বাবলম্বী নাগরিক তৈরি হচ্ছে।’ কন্যাশ্রী প্রকল্পে ইতোমধ্যেই ৭০০০ হাজার কোটি টাকারও বেশি ব্যয় হয়েছে বলেও জানান তিনি।

Previous articleস্বাধীনতা দিবসের আগে এলইডি আলোতে সেজে উঠল সংসদ ভবন
Next articleআনুষ্ঠানিক ভাবে আজ বিকেল সাড়ে চারটেয় বিজেপি-তে শোভন-বৈশাখী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here