https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/1347678448728222/?sfnsn=scwspmo
দেশের সময়: কলকাতা: ৬০ লক্ষেরও বেশি ছাত্রীর ক্ষমতায়ন করেছে কন্যাশ্রী প্রকল্প। কন্যাশ্রী দিবসে টুইট করে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কন্যাশ্রী স্কলারশিপের মাধ্যমে মেয়েরা স্কুলের গন্ডি পেরিয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পৌঁছে গেছে। তারা স্বাবলম্বী নাগরিক তৈরী হচ্ছে। ইতিমধ্যেই ৭০০০ হাজার কোটি টাকারও বেশি ব্যয়ে ৬০ লক্ষেরও বেশি মেয়ের ক্ষমতায়ন করেছে এই প্রকল্প ২/২
— Mamata Banerjee (@MamataOfficial) August 14, 2019
এক নজরে:
- ৬০ লক্ষেরও বেশি ছাত্রীর ক্ষমতায়ন করেছে কন্যাশ্রী প্রকল্প।
- কন্যাশ্রী দিবসে টুইট করে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- কন্যাশ্রী প্রকল্পে ইতোমধ্যেই ৭০০০ হাজার কোটি টাকারও বেশি ব্যয় হয়েছে বলেও জানান তিনি।