রাশিফল: আজকের দিন কোন রাশির জন্য কেমন জানুন

0
826

রাশিফল
মেষ
শরীর

স্বাস্থ্যই সম্পদ। তাই স্বাস্থ্যের অবহেলা করবেন না, সারাদিন যা পাবেন সামনে, তাই খেতে থাকবেন না। প্রয়োজনে বেশি করে জল খান।
অর্থ
উদ্ভাবনী শক্তি দিয়ে অর্থ উপার্জন করুন। পকেটে যেটুকু টান পড়ছে , তা মিটে যাবে।
প্রেম
তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপে সম্পর্কে প্রভাব পড়বে। নিজেদের বোঝাপড়া দিয়ে বিষয়টাকে সামলে নিতে চেষ্টা করুন।

বৃষ
শরীর
অত্যধিক আবেগের কারণে আজ অসুস্থ হয়ে পড়বেন। মাথা ঠাণ্ডা রাখার চেষ্টা করুন। প্রেশার নইলে আর নিয়ন্ত্রণে থাকবে না।
অর্থ
খরচ করুন বুঝে, পুজোর কেনাকাটায় আজ পকেট অনেকটা হাল্কা হয়ে যেতে পারে।
প্রেম
কাছের মানুষের অসংবেদনশীলতা আজ আপনাকে কষ্ট দিতে পারে।

মিথুন
শরীর
একটু খেলাধুলো, শরীর চর্চার মধ্যে থাকার চেষ্টা করুন। সুস্থ থাকতে পারেন। নয় তো সুগার লেভেল বাড়তে থাকবে।
অর্থ
নতুন কোনও অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হতে পারে আজ। অনেকটা টাকা হাতে আসবে সন্ধের দিকে।
প্রেম
কোনও নির্দিষ্ট কারণ ছাড়াই আজ ঝামেলায় জড়িয়ে পড়বেন দুজনেই। চেষ্টা করুন মাথা ঠাণ্ডা রাখতে।

কর্কট
শরীর
এতটাই এনার্জেটিক থাকবেন, যে অন্য দিনের চেয়ে যে কোনও কাজ অনেক দ্রুততার সাথে সামলে উঠতে পারবেন।
অর্থ
কাজের জায়গায় মানুষদের সাথে লেনদেন করার সময় সতর্ক থাকবেন। জ্ঞান এবং ধৈর্য্য দিয়ে সব বিচার করবেন। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না, হিতে বিপরীত হতে পারে।
প্রেম শুরুর দিনে যে আনন্দে দিন কাটাতেন দু জনে, আজ সেই আবেগেই ভাসবেন আপনারা।

সিংহ
শরীর
ভালো থাকতে প্রাণায়াম আর যোগাসন করে যান। নইলে সারাদিন অ্যাক্টিভ থাকতে পারবেন না।
অর্থ
ব্যবসার সঙ্গে আনন্দকে মেশাবেন না। যদি আপনি আপনার জিনিসপত্র সম্পর্কে যত্নবান না হন তাহলে ক্ষয়ক্ষতি বা চুরি হতে পারে।
প্রেম
সঙ্গী আজ আপনাকে অনেকটা সময় দেবেন, স্বাভাবিকভাবেই আপনার ভাল কাটবে দিনটা।

কন্যা
শরীর
সারাক্ষণ অফিস অফিস করবেন না। নিজেকে এবং পরিবারকে সময় দিন। শারীরিকভাবে সুস্থ থাকতে আজ একটু আনন্দ করুন।
অর্থ
আজ উপার্জন ভালো হবে ঠিকই, তবে খরচও হবে পাল্লা দিয়ে। তাই ব্যালেন্স আপনাকেই করতে হবে। ব্যবসায়ে অংশীদারদের পদক্ষেপ সম্পর্কে সচেতন থাকুন।
প্রেম
শান্তিতে থাকতে গেলে কিছুটা তো মানিয়ে নিতেই হয়। আজ আপনারও তেমন একটা দিন।

তুলা
শরীর
চারপাশের নেতিবাচক পরিস্থিতিতে নিজেকে জড়াবেন না। চেষ্টা করুন নিজের কাজে লক্ষ্য স্থির রাখতে। তাহলে প্রেশার সুগারের সমস্যা অনেকটাই কমে যেতে পারে।
অর্থ
টাকা পয়সা নিয়ে কারও সাথে আলোচনায় যাবেন না। এতে ফল ভালো হবে না।
প্রেম
সঙ্গীর সাথে ঝামেলায় যাবেন না। তিনি অসুস্থ হয়ে পড়তে পারেন। তখন আপনারই বিপদ বাড়বে।

বৃশ্চিক
শরীর
বিশ্রামের প্রয়োজন আছে আপনার। তাই অতিরিক্ত পরিশ্রম করতে যাবেন না। অসুস্থ হতে পারেন আজ।
অর্থ
অনেক দিন ধরে যে টাকা পাওয়ার কথা রয়েছে, তা আজ হাতে চলে আসতে পারে। তাই মেজাজ বেশ ফুরফুরে থাকবে আপনার।
প্রেম
কাছের মানুষকে অযথা কারণে সন্দেহ করবেন না। নিজেদের অশান্তি নিজেরা বাড়াবেন না।

ধনু
শরীর
দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন আজ। তবে ছুটোছুটি করতে শুরু করবেন না আজই।
অর্থ
হঠাৎই হাতে কিছু টাকা আসতে পারে, চেষ্টা করুন সেগুলোর খরচ বুঝে শুনে করতে।
প্রেম
সম্পর্ক তেতো হওয়ার আগে নিজেরা বসে আলোচনা করুন। নিজের সমস্যা নিয়ে না ভেবে সঙ্গীর সমস্যাটুকুও বোঝার চেষ্টা করুন।

মকর
শরীর
নিজের খাওয়া-দাওয়া এবং পানীয়ের উপরে নজর দিন। অযথা অনেকটা খেয়ে ফেলবেন না, ভুলভাল পান করে ফেলবেন না। আজ শরীর খারাপ করতে পারে।
অর্থ
কোনও নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং অনেক টাকা পাবেন। নতুন লগ্নির ব্যাপার কথা এগোলে স্বাধীনভাবে চিন্তা করুন এবং আপনার নিজস্ব সিদ্ধান্ত নিন।
প্রেম
কাছের মানুষকে সময় দিন। আপনার কাজের চাপে অবহেলিত বোধ করছেন উনি।

কুম্ভ
শরীর
স্বাস্থ্য নিয়ে আজ বিশেষ কিছু ভাবতে হবে না। শারীরিকভাবে একেবারে চাঙ্গা থাকবেন আজ।
অর্থ
ঘুরে বেড়াতে গিয়ে আজ বেশ কিছুটা টাকা খরচ হয়ে যেতে পারে আপনার। চেষ্টা করুন বুঝে খরচ করতে।
প্রেম
কাছের মানুষ আজ আপনার যে কোনও সিদ্ধান্তকেই সমর্থন করবেন।

মীন
শরীর
হাসতে হাসতে দিন কাটিয়ে দিন। যে কোনও সমস্যাকে খুব বেশি গুরুত্ব দিতে গিয়ে নিজের বিপদ বাড়াবেন না।
অর্থ
আর্থিক দিক থেকে যেটুকু সমস্যা আজ মনে হবে, তাতে পরিবারের সহযোগিতা পেয়ে অনেকটাই ভারমুক্ত হবেন।
প্রেম
কাছের মানুষের হাতে আজ দারুণ সব রান্না খেতে পারেন আপনি। প্রশংসা করতে ভুলবেন না।

Previous articleDesher Samay E paper
Next articleফাস্টট্যাগ বাধ্যতামূলক করল কেন্দ্র,১৫ ডিসেম্বর শেষ দিন,জেনে রাখুন নিয়ম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here