রাত বাড়লেই আসছে চোর, আতঙ্কিত অশোকনগর

0
857

দেশের সময়, ওয়েব ডেস্ক:- কনকনে ঠান্ডায় যখন ঘর বন্দি গৃহস্থরা,ঘুমে আচ্ছন্ন দু’চোখ,সাথে বেশ অলসতা তাদের ,ঠিক সেই সুযোগ কে ব্যাবহার করছে চোরেদের দল,হানা দিচ্ছে এপাড়া থেকে ও পাড়ায়, তীক্ষ্ণ শীতের সন্ধ্যায় অশোক নগর গোল বাজারে গরম চায়ে চুমুক দিতে দিতে কাঁপা গলায় বলতে থাকলেন ষাটউর্দ্ধ বৃদ্ধ বিমল পাইন৷ বিমল বাবুর কথায় রাত হলেই ঘরের দরজায় খুট খাট শব্দ শোনা যাচ্ছে৷ কান পাতলে শোনা যাচ্ছে ঘরের বাইরে কারা যেন , ফিস ফিস করে কথা বলছে, সকালেই জানা গেল চুরি হয়েছে পাশের পাড়ায়, চুরির ঘটনায় আতঙ্কিত অশোকনগরের বাসিন্দারা । সূত্রের খবর, অশোকনগর কল্যানগড় এলাকায় গৌতম দে ও অশোক দে পাশাপাশি দুটি বাড়িতে পরিবার নিয়ে বাস করেন। সম্পর্কে গৌতম ও অশোক বাবুরা দুই ভাই। তবে গত রবিবার তারা পরিবার নিয়ে পন্ডিচেরীরে ঘুরতে যান। ফলে সেদিন থেকে ফাঁকা ছিল দুটি বাড়ি। সুযোগ বুঝে গতরাতে বাড়ির তালা ভেঙে ঘরে ঢোকে চোর। বৃহ:স্পতিবার সকাল হতেই বিষয়টি প্রতিবেশীদের নজরে আসে। খবর দেওয়া হয় অশোকনগর থানা-য়। যে দুই ভাই-এর বাড়িতে চুরি হয়েছে তার মধ্যে এক ভাই কলকাতা পুলিশে কর্মরত। প্রাথমিক তদন্ত শুরু হলেও বাড়ির সদস্যরা না ফেরা পর্যন্ত কত টাকার সম্পত্তি ও কি কি উধাও হয়েছে তা বলা সম্ভব নয় বলে পুলিশ সূত্রে খবর। এই চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে অশোকনগর এলাকায়।

Previous articleমাঞ্চোং কে নিয়ে উচ্ছসিত লাল হলুদ শিবির, ইচ্ছে থাকলেও দলে নেই সনি নর্দে
Next article‘দ‍্য কুইন অফ হিলস সিমলা’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here