রণক্ষেত্র আসানসোল! বিজেপির কর্মসূচিতে বোমা,গুলি, আহত বেশ কয়েকজন

0
1859

দেশের সময় ওয়েবডেস্কঃ পশ্চিম বর্ধমান: বিজেপির মিছিল ঘিরে রণক্ষেত্র বারাবনি। চলছে যথেচ্ছ বোমাবাজি। বেশ কয়েক রাউন্ড গুলি চলে বলেও অভিযোগ। সংঘর্ষে জখম হয়েছেন চারজন। পরিস্থিতি সামলাতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়।


গোটা রাজ্যজুড়েই চলছে বিজেপির আর নয় অন্যায় কর্মসূচি। এই কর্মসূচির অঙ্গ হিসেবেই শনিবার সকাল সাড়ে এগারোটা থেকে মিছিল বের হওয়ার কথা ছিল বারাবনির জামগ্রাম থেকে। বিজেপির জেলা নেতৃত্বের অভিযোগ, জামগ্রাম থেকে কাপিষ্ঠা পর্যন্ত মিছিল যাওয়ার কথা। কিন্তু মিছিল শুরু হতেই হামলা শুরু হয়। কিছু দুষ্কৃতী মিছিল লক্ষ্য করে বোমা ছুড়তে শুরু করে। বেশ কয়েক রাউন্ড গুলিও চালায় তারা।
বিজেপির জেলা সভাপতি লক্ষ্মণ গড়াই বলেন, কোনও ঝান্ডা না নিয়েই তৃণমূলের লোকজন মিছিলে হামলা চালিয়েছে। মিছিল শুরু হতেই বোমা-বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়ে ওরা। ওদের হামলায় আমাদের চারজন কর্মী গুরুতর জখম হয়েছেন। তাঁদের নাম ‘‘কালীচরণ দাস, সাধন রাউত, প্রকাশ বাউরি ও নিত্যানন্দ দাস। প্রত্যেকের গুলি লেগেছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’’

বারাবনির তৃণমূল বিধায়ক বিধান উপাধ্যায়এর পাল্টা অভিযোগ, তৃণমূল নয় হামলা চালিয়েছে বিজেপি। নিজেরা অশান্তি করে এখন তৃণমূলের উপর হামলার দায় চাপাচ্ছে। জামগ্রামে দুয়ারে সরকার কর্মসূচি চলছে। সকাল থেকে বহু মানুষ এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন। তখনই তাঁদের উপর চড়াও হয় বিজেপি। তিনি বলেন,‘‘আমাদের কর্মসূচি বানচাল করতেই হামলা চালায় বিজেপি। ওদের লোকজন বোমা গুলি নিয়ে মিছিলে এসেছিল। কেউ ওদের উপর হামলা চালায়নি। বরং ওরাই এলাকায় সন্ত্রাসের আবহ তৈরি করেছে।’’
দু’পক্ষের সংঘর্ষে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাচক্রে সেখানে এসে পড়া কালনার বাসিন্দা সুখেন বাউরি নামে এক ব্যক্তির মোটরবাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ওই এলাকায় একটি মন্দিরে তিনি পুজো দিতে এসেছিলেন বলে জানান সুখেনবাবু। তীব্র উত্তেজনা থাকায় এলাকায় টহল দিচ্ছে পুলিশ।

Previous articleআজ ফের কেন্দ্রের সঙ্গে বৈঠক কৃষকদের,তার আগে মোদীর বাসভবনে অমিত শাহ, রাজনাথ সিংহ
Next articleতৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের চার্জশিটে মুকুল রায়ের নাম,বিজেপি বলছে প্রতিহিংসা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here