মেকআপ করতে হাতের কাছে রাখুন ব্লটিং পেপার

0
833

সৌন্দর্য:

লিখছেন~

সৃজনী দত্ত-
তেলতেলে ত্বকে মেকআপ দীর্ঘক্ষণ তরতাজারাখাটা সত্যিই চ্যালেঞ্জ। বিশেষ করে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকলে তো কথাই নেই! প্রবল ঘাম আর তেল মিলে মেকআপের বারোটা বাজাটা স্রেফ সময়ের অপেক্ষা। এই সমস্যা থেকে ঝটপট মুক্তি পেতে হলে আপনার ব্যাগে অবশ্যই রেখে দিন একগোছা ব্লটিং পেপার। ত্বকের বাড়তি তেল ঘাম শুষে নিয়ে মেকআপ নিখুঁত রাখতে জুড়ি নেই ব্লটিং পেপারের

মুখের তেলতেলে ভাব কমাতে ব্লটিং
খুব তাড়া আছে, নতুন করে মেকআপ টাচ আপ করার সময় নেই? কপালে, নাকে, চিবুকে চেপে নিন ব্লটিং পেপার। মেকআপ নষ্ট হবে না, অথচ বাড়তি তেলতেলেভাব শুষে গিয়ে ঝকঝকে হয়ে উঠবে মুখ
মেকআপ সেট করতে ব্যবহার করুন ব্লটিং পেপার
সানস্ক্রিন বা ফাউন্ডেশনের মতো ক্রিম-বেসড বা তরল মেকআপ লাগানোর পর ব্লটিং পেপার দিয়ে মুখ চেপে নিন। এতে মেকআপের অতিরিক্ত তেল শুষে গিয়ে মেকআপ সেট হয়ে যাবে।
লিপস্টিক সেট করতে ব্লটিং

পছন্দের লিপস্টিক লাগানোর পরে ঠোঁটে চেপে নিন ব্লটিং পেপার। এতে অতিরিক্ত রংটা ব্লটিং শুষে নেবে। তারপর ফের আর এক কোট লিপস্টিক পরুন। নিখুঁত ফিনিশ দেখে নিজেই চমকে যাবেন। আসলে ব্লটিং পেপার লিপস্টিকে থেকে যাওয়া তেলের অংশটা শুষে নেয় কিন্তু রঙের কোনও হেরফের ঘটায় না। সুন্দর একটা ম্যাট ফিনিশ আর তার সঙ্গে দীর্ঘস্থায়ী লিপস্টিকের রং, এই দুটো বিষয়ই আপনি পেয়ে যেতে পারেন শুধু ব্লটিং পেপার ব্যবহার করে।

Previous articleট্রাভেলগ
Next articleদলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে  আলেসান্দ্রো 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here