মূর্তি ভাঙার প্রতিবাদে কলকাতা ও বনগাঁয় মৌন মিছিল

0
1334

দেখুন ভিডিও:

দেশের সময়,বনগাঁ: বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গার বিরুদ্ধে গর্জে উঠলেন বনগাঁর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। বুধবার বিকেলে প্রতিবাদ স্বরূপ মৌন মিছিল বের হল। নীলদর্পণ হলের সামনে থেকে এই মিছিল বের হয়ে, মতিগঞ্জ হয়ে, রাখালদের সেতু , যশোর রোড, অভিযান সংঘ হয়ে মিছিল শেষ হয় ত্রিকোন পার্কে।

এই মিছিলে কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবি, শিক্ষক সহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নিয়েছিলেন। বিদ্যাসাগর এর মতো বাঙ্গালীর অহংকার এক ব্যক্তিত্বের উপর এই হামলার তীব্র নিন্দা করেন মিছিলে অংশ নেওয়া মানুষেরা।

তারা বিভিন্ন স্লোগান লেখা প্লাকার্ড গলায় ঝুলিয়ে মিছিলে পা মেলান। মিছিল শেষে নীরবতা পালন করা হয় । তারপর বিভিন্ন ব্যক্তিরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বক্তব্য পেশ করেন। এ বিষয়ে মানুষকে আরো বেশি সচেতন করতে এ দিনের মিছিলের ছবি সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে দেওয়া হয়।

Previous articleসাংবাদিক সম্মেলন মমতার
Next articleতোর টাকা থোড়াই নেব, আয়! মোদীকে তোপ মমতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here