মুকুল রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ব্যঙ্কশাল কোর্ট

0
776

দেশের সময়, ওয়েবডেস্কঃ বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ব্যাঙ্কশাল কোর্ট। বড়বাজার থানার একটি মামলায় তাঁর ধারাবাহিক হাজিরা না দেওয়ায় সোমবার ব্যাঙ্কশাল কোর্টের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এবং বড় বাজার থানার ওসি-কে আদালতের নির্দেশ, এক মাসের মধ্যে তা কার্যকর করতে হবে।

মুকুল রায়ের আইনজীবী এ দিন আদালতে জানিয়েছেন, এই মামলার বিরোধিতা করে তাঁর মক্কেল দিল্লি হাইকোর্টে পিটিশন দাখল করেছেন। এর প্রেক্ষিতে বিচারক বলেন, পিটিশন দাখিল করা মানে এই নয় যে, তিনি দিনের পর দিন হাজিরা দেবেন না। আদালতের নির্দেশ, ২৯ অগস্টের মধ্যে এই নির্দেশ কার্যকর করতে হবে।

চলতি বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে কল্যাণরাজ বলওয়ান নামের এক ব্যক্তিকে ৯০ লক্ষ টাকার বেশি নগদ-সহ গ্রেফতার করে বড়বাজার থানার পুলিশ। পুলিশ আদালতে জানিয়েছে, ধৃতকে জিজ্ঞেসাবাদ করেই মুকুল রায়ের নাম জানা যায়। তাঁর বিরুদ্ধে রুজু হয় প্রতারণা ও দূর্নীতির মামলা।

মুকুল রায়ের আইনজীবী জানিয়েছেন, মঙ্গলবার দিল্লি হাইকোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

Previous articleবাঙালির রসনা তৃপ্তিতে পাতে ইলিশ পড়তে আর বেশি দেরি নেই! আসছে দিঘার ইলিশ
Next articleবনগাঁ মামলায় ভর্ৎসনা বিচারপতির -গণতন্ত্র ফুটপাথে এসে দাঁড়িয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here