মিমিকে হেনস্থার পুলিশি তদন্তে বাধা , বনগাঁয় গ্রেপ্তার জ্যোতিষি তনয় শাস্ত্রী-সহ তিন জন ,উত্তেজনা থানা চত্বরে

0
20

গত রবিবার বনগাঁর নয়াগোপালগঞ্জ এলাকায় একটি বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই মিমিকে হেনস্থা করা হয় বলে অভিযোগ।

অভিনেত্রী মিমি চক্রবর্তীকে হেনস্থার ঘটনার তদন্তে গিয়ে বাধার সম্মুখীন হওয়ায় স্থানীয় ক্লাবের কর্মকর্তা তনয় শাস্ত্রীকে আটক করেছে বনগাঁ থানার পুলিশ। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। আরও দু’জনকে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

গত রবিবার থানায় হেনস্থার অভিযোগ করেছিলেন মিমি। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে বৃহস্পতিবার তনয়ের বাড়িতে পৌঁছয় পুলিশ। এলাকায় পুলিশ পৌঁছতেই ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।

তনয়ের অনুগামী-সহ স্থানীয় কিছু লোক পুলিশকে বাধা দেয়। এর ফলে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। তাঁকে সেখান থেকে আটক করে নিয়ে আসা হয় বনগাঁ থানায়। পরে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রবিবার বনগাঁর নয়াগোপালগঞ্জ এলাকায় যুবক সঙ্ঘের পরিচালনায় একটি বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন ক্লাবের এক কর্মকর্তা তনয় শাস্ত্রী আচমকাই মঞ্চে উঠে পড়েন। তিনি মিমির পরিবেশনায় বাধা দেন এবং তাঁকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন। এই ঘটনায় নিজেকে অপমানিত ও হেনস্তার শিকার হয়েছেন বলে বনগাঁ থানায় ইমেল করে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী । 

সমাজমাধ্যমে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন অভিনেত্রী। তিনি লেখেন, “আজ আমরা প্রজাতন্ত্র দিবস পালন করছি, আমরা কথা বলছি সমাজের স্বাধীনতা ও সমান মর্যাদাকে নিয়ে। কিন্তু আজও মহিলা শিল্পীদের ক্ষেত্রে স্বাধীনতা ও অধিকার কেড়ে নেওয়া সহজ। আমি এত বছর ধরে আমার একটা ভাবমূর্তি তৈরি করেছি। কিন্তু এবার চুপ করে থাকা মানে শিল্পীদের হেনস্থাকে সমর্থন করা।”

মিমি আরও লেখেন, “স্টেজের অধিকার নিয়ে কোনও আপোষ করতে পারব না। বিষয়টা এখন আইনি পর্যায়ে পৌঁছে গিয়েছে। তাই এখন এই বিষয়ে আর কথা বাড়াতে চাই না।”

এই বিষয়ে এক ক্লাবকর্তা দাবি করেন, “মিমি চক্রবর্তীকে কোনও অসম্মান করা হয়নি। তিনি এক ঘণ্টা দেরি করে রাত সাড়ে ১১টার পর মঞ্চে ওঠেন। প্রশাসনের দেওয়া টাইম এবং মাধ্যমিক পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে আমরা ঠিক ১২টায় অনুষ্ঠান বন্ধ করি। ওঁর অনুষ্ঠান চলাকালীন অনুষ্ঠান বন্ধের ঘোষণা ওঁর অসম্মানিত মনে হতে পারে কিন্তু আমরা ওঁকে সসম্মানেই বিদায় দিয়েছি। উপরন্ত ক্লাবের মহিলারা মিমিকে ফুল দিয়ে বরণ করতে গেলে তাঁর দেহরক্ষীরা ধাক্কা মারে। আমরা মিমিদেবীর সম্মানের দিকে তাকিয়ে সে অভিযোগ করিনি। তাই ওঁর অভিযোগ ভিত্তিহীন।”

পুলিশের দাবি, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও কোনও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে নয়াগোপালগঞ্জ এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Previous articleবারামতীতে অজিত পাওয়ারের শেষকৃত্য,’দাদা’কে শেষবার দেখতে ভিড় জমছে বারামতীতে ,উপস্থিত থাকতে পারেন মোদী-শাহ
Next articleদিঘার সৈকতে জাতীয় বিচ ভলিবল , শুরতেই জোড়া জয় বাংলার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here