মার্কোস শহরে , উদ্মাদনা লাল-হলুদে

0
467

দেশের সময়: শহরে চলে এলেন ইস্টবেঙ্গলের পঞ্চম বিদেশি মার্কোস এসপাদা। সোমবার ভোর রাতে আসার কথা ছিল এই স্প্যানিশ স্ট্রাইকারের।
কিন্তু তার একদিন আগেই শহরে চলে এলেন মার্কোস। দমদম বিমান বন্দরে তাঁকে দেখার জন্য লাল-হলুদ সমর্থকদের ঢল
নেমেছিল।
বিমান বন্দরে নামার পরে মার্কোস বলেন, ‘ইস্টবেঙ্গলের নাম শুনেছি। ওদের ঐতিহ্য রয়েছে। সমর্থকরা ক্লাবকে ভালোবাসেন।
অনুশীলনে নামার পরে সমর্থকদের আবেগ আরও বুঝতে পারব।’

এনরিকে এসকুইদা চলে যাওয়ার পরে বিদেশি স্ট্রাইকারের অভাব ছিল লাল-হলুদে। মার্কোসের আসার পরে সেই অভাব মিটবে বলেই
মনে করা হচ্ছে।
এদিকে, গোকুলামের বিরুদ্ধে ডুরান্ড সেমিফাইনাল খেলবে ইস্টবেঙ্গল। তাই লাল-হলুদে ডুরান্ড সেমিফাইনালের প্রস্তুতি চলছে।
গোকুলাম খুব শক্ত প্রতিপক্ষ। তাই ডুরান্ডে লাল-হলুদ বেশ শক্ত চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করা হচ্ছে। যদিও আলেজান্দ্রো
প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না। তিনি নিজের দলেই ফোকাস করছেন।

Previous article১৮ আগষ্ট বনগাঁয় স্বাধীনতা দিবস পালিত হল: দেখুন ভিডিও
Next articleশিক্ষকদের উপর পুলিশি হামলা-যৌন হেনস্থা, সরকার করছে কী?মমতাকে অপর্ণা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here