মমতা মন্ত্রিসভার শপথ সোমবার, ৪৩ জন মন্ত্রীর মধ্যে একঝাঁক নতুন মুখ, দেখে নিন তালিকা

0
835

দেশের সময় ওয়েবডেস্কঃ জয়ের পর তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার শপথগ্রহণ সোমবার। করোনা পরিস্থিতির কারণে অনাড়ম্বর শপথগ্রহণ অনুষ্ঠান হবে রাজভবনে। বেলা পৌনে ১১টার সময়ে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা ।

ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে মন্ত্রিসভার বিস্তারিত তালিকা। এবারে নতুন মুখ কারা? প্রথবারের জন্য টিকিট পেয়েই কারা পাচ্ছেন মন্ত্রীত্ব? ফের মন্ত্রীর চেয়ারে বসছেন কতজন? প্রার্থী তালিকার মতো মন্ত্রীদের তালিকাতেও কি থাকছে চমক? যাবতীয় প্রশ্নের উত্তর মিলবে সোমবার। বেলা ১১টা নাগাদ বিধানসভাতেই রাজ্যের মন্ত্রীরা শপথ নেবেন। তারপরই বিকেলে মন্ত্রিসভার প্রথম বৈঠক বসবে।

সূত্রের খবর, স্বরাষ্ট্র ও স্বাস্থ্য দফতর ফের নিজের হাতেই রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রার্থী তালিকায় জায়গা না হলেও ফের অর্থমন্ত্রী হচ্ছেন অমিত মিত্রই। আগামী ছয় মাসের মধ্যে তাঁকে জিতিয়ে আনার সম্ভাবনা রয়েছে। নতুন ও পুরনোর মিশেলে মন্ত্রিসভা গঠন হওয়ার সম্ভাবনা থাকলেও বাদ পড়তে পারেন অনেকেই। শিউলি সাহা, বীরবাহা হাঁসদা, দিলীপ মণ্ডল, আখরুজ্জমান, অখিল গিরি, মনোজ তিওয়াড়ি, হুমায়ুন কবীর, শ্রীকান্ত মাহাতোর মতো বেশ কিছু নতুন মুখ থাকতে পারে মন্ত্রিসভায়। মোট ৪৩ জন মন্ত্রি শপথ নেবেন। তারমধ্যে ১৭ জন নতুন মুখ বলে জানা গিয়েছে। জুন মালিয়া, রাজ চক্রবর্তী, লাভলি মৈত্র, সোহম চক্রবর্তীর মতো তারকা প্রার্থীদের এই তালিকায় ঠাঁই হয়নি বলেই খবর।

আবারও গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে দেখা যেতে পারে কিচেন ক্যাবিনেটের সদস্য সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যদের।

একজরে মন্ত্রিসভার পূর্ণাঙ্গ তালিকা:

পূর্ণাঙ্গ মন্ত্রী
১. সুব্রত মুখোপাধ্যায়
২. পার্থ চট্টোপাধ্যায়

৩. অমিত মিত্র
৪. সাধন পান্ডে
৫. জ্যোতিপ্রিয় মল্লিক
৬. বঙ্কিমচন্দ্র হাজরা

৭. মানস ভুঁইঞা
৮. সৌমেন মহাপাত্র
৯. মলয় ঘটক
১০. অরূপ বিশ্বাস

১১. উজ্জ্বল বিশ্বাস
১২. অরূপ রায়
১৩. রথীন ঘোষ
১৪. ফিরহাদ হাকিম

১৫. চন্দ্রনাথ সিনহা
১৬. শোভনদেব চট্টোপাধ্যায়
১৭. ব্রাত্য বসু
১৮. পুলক রায়

১৯. ডা. শশী পাঁজা
২০. মহম্মদ গোলাম রব্বানি
২১. বিপ্লব মিত্র
২২. জাভেদ খান

২৩. স্বপন দেবনাথ
২৪. সিদ্দিকুল্লা চৌধুরী

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী

১. বেচারাম মান্না
২. সুব্রত সাহা
৩. হুমায়ুন কবীর
৪. অখিল গিরি

৫. চন্দ্রিমা ভট্টাচার্য
৬. রত্না দে নাগ
৭. সন্ধ্যারানি টুডু
৮. বুলুচিক বারাইক

৯. সুজিত বসু
১০. ইন্দ্রনীল সেন

প্রতিমন্ত্রী:

১. দিলীপ মণ্ডল
২. আখরুজ্জামান
৩. শিউলি সাহা
৪. শ্রীকান্ত মাহাত

৫. সাবিনা ইয়াসমিন
৬. বীরবাহা হাঁসদা
৭. জ্যোৎসনা মান্ডি
৮. পরেশচন্দ্র অধিকারী ৯. মনোজ তিওয়ারি

বিধানসভা নির্বাচনে চলচ্চিত্র জগতের অনেকেই তৃণমূলের টিকিটে বিধায়ক হয়েছেন। কিন্তু রবিবার মন্ত্রীদের যে তালিকা রাজভবনে মমতা জমা দিয়েছেন তাতে রুপোলি জগতের কারও নাম নেই। তবে মন্ত্রিত্ব পাচ্ছেন প্রাক্তন ক্রিকেটার তথা হাওড়ার শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি। রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ একটি নাম রয়েছে মন্ত্রীদের তালিকায়। জায়গা পেয়েছেন রামনগরের বিধায়ক অখিল গিরি। বরাবর পূর্ব মেদিনীপুরের অধিকারী পরিবারের বিরুদ্ধ গোষ্ঠী হিসেবে পরিচিত ৪ বারের বিধায়ক অখিল এই প্রথমবার মন্ত্রিত্ব পাচ্ছেন। মন্ত্রী হচ্ছেন ওই গোষ্ঠীর শিউলি সাহাও।

Previous articleরবীন্দ্র জয়ন্তীতে শ্রদ্ধা মোদী-মমতার: কোভিড বিধি মেনে ভার্চুয়ালি রবীন্দ্র জয়ন্তী পালিত হল সিলিন্দা বিবেকানন্দ সংগীত একাডেমিতে
Next articleHoroscope 10 May 2021: মিথুনের আশার সঞ্চার, তুলা রাশির অর্থের সংকট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here