মতুয়া কার্ডে বারকোড বিতর্ক , অভিযোগ গোপাল শেঠের

0
40

দেশের সময় , বনগাঁ:নাগরিকত্বের জন্য আবেদন করতে মতুয়াদের নিয়ে ইতিমধ্যেই ঠাকুরবাড়িতে মেগা ক্যাম্প শুরু করেছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এই ক্যাম্পে আসা হাজার হাজার উদ্বাস্তু মতুয়ার কাছ থেকে টাকার বিনিময়ে মতুয়া কার্ড এবং হিন্দু ধর্মের শংসাপত্র দেওয়া হচ্ছে। এই ক্যাম্পের বৈধতা নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ থেকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরও।

এ বার নাগরিকত্বের আবেদনের জন্য শান্তনুর দেওয়া হিন্দু ধর্মের শংসাপত্রের বারকোড ইস্যু নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন গোপাল শেঠ।শনিবার বনগাঁর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন গোপাল।

এ রাজ্যে সার শুরুর তোড়জোড় শুরু হতেই ময়দানে নেমে পড়েন শান্তনু। এ দেশের নাগরিকত্বের আবেদনের জন্য মতুয়া কার্ড এবং হিন্দু ধর্মের শংসাপত্র সংগ্রহে ঠাকুরবাড়িতে যে পরিমাণ ভিড় বাড়ছে, তাতে মতুয়া পাগল, গোঁসাই ও দলপতিদের একটা বড় অংশ উদ্বিগ্ন। এ দিন মতুয়া নেতাদের পাশে নিয়ে গোপাল শেঠ বলেন, ‘হিন্দু ধর্মের শংসাপত্র কারা দেবেন, সেটা সিএএ আইনে উল্লেখ নেই। তা সত্ত্বেও ওই শংসাপত্র টাকার বিনিময়ে দিয়ে নাগরিকত্বের নাম করে মতুয়াদের সঙ্গে প্রতারণা করছেন তিনি।’

তিনি বলেন, উদ্বাস্তু মতুয়াদের নাম নথিভুক্ত করে আসলে তাঁদের নামই কাটার চেষ্টা করছেন শান্তনু।শান্তনুকে ফোন করলেও তিনি ফোন ধরেননি। তবে, বিজেপি প্রভাবিত অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক দুখেন্দ্রনাথ গাইন বলেন, ‘বারকোড লাগানোটা আমাদের সংগঠনের প্রক্রিয়া

Previous articleশিশুমৃত্যুকে কেন্দ্র করে উত্তাল নদিয়া, গণপিটুনিতে মৃত আরও ২
Next articleকলকাতায় ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের উপস্থিতিতে অনুষ্ঠিত হল কপাল ছবির বিশেষ প্রদর্শনী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here