ভারত ও শ্রীলঙ্কার নৌবাহিনীর যৌথ উদ্যোগে আরব সাগর থেকে উদ্ধার বিপুল পরিমাণ মাদক

0
108

দেশের সময় ওয়েবডেস্কঃ দুই দেশের নৌবাহিনীর যৌথ উদ্যোগে আরব সাগর থেকে উদ্ধার বিপুল মাদক, পরিমাণ জানলে চমকে যাবেন
ভারতীয় নৌবাহিনী এবং শ্রীলঙ্কা নৌবাহিনী যৌথ উদ্যোগে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে। আরব সাগর থেকে উদ্ধার হওয়া এই মাদকের পরিমাণ প্রায় ৫০০ কেজি বলে জানা গিয়েছে, অর্থাৎ এই নিষিদ্ধ মাদকের বাজার দর কয়েক কোটি টাকা।

গোপন সূত্রে খবর পেয়ে, মাঝ সমুদ্রে চলে তল্লাশি। শ্রীলঙ্কার পতাকা লাগানো দুটি মাছ ধরার  ট্রলারে তল্লাশি চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়েই মেলে বিপুল পরিমাণ মাদকের হদিশ।  জলপথে মাদক পাচারের এই ছক বানচাল করল নৌ বাহিনী।  ওই ট্রলারদুটি, কর্মী এবং উদ্ধার হওয়া মাদক তুলে দেওয়া হয়েছে শ্রীলঙ্কা কর্তৃপক্ষের হাতে। পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে তারাই। 

এর আগে, ২৫ নভেম্বর ভারতীয় উপকূল রক্ষা বাহিনী মাদক বিরোধী অভিযান চালিয়ে বড় সাফল্য পেয়েছিল। মাদক বিরোধী অভিযানে আন্দামান উপকূলে মাছ ধরার ট্রলার  থেকে উদ্ধার করেছিল প্রায় ছ’ হাজার কেজি নিষিদ্ধ মাদক। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল ৬জন মায়ানমারবাসীকে।  প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, এর আগে বঙ্গোপসাগরে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়নি। 

আকাশপথে এবং জলপথে অভিযান চালিয়ে মায়ানমারের ট্রলার ‘সো ওয়াই ইয়ান টু’ থেকে নিষিদ্ধ মাদক ‘ মেটাম্ফেটামাইন ‘ উদ্ধার করে। এই মাদকের বাজার মূল্য বিদেশের মাটিতে কোটি কোটি টাকা। ট্রলারের ভিতরে ছোট ছোট প্যাকেটে মাদক রাখা ছিল এবং প্রতি প্যাকেটে ২ কেজি করে মাদক ভরা ছিল বলেই জানিয়েছিল উপকূলরক্ষী বাহিনী।  তারপর ফের মাদক উদ্ধার আরব সাগর থেকে।

https://x.com/ANI/status/1862343451926569461?t=8v-L0lYIPaMuVNb_I92Z5g&s=19

Previous articleKolkata Hindu Procession কলকাতায় সনাতনী সমাজের মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি, ভাঙল ব্যারিকেড,আহত এক পুলিশকর্মী , তৃণমূলনেত্রী জানালেন দলের অবস্থান
Next articleCalendar 2025 এবার ক্যালেন্ডার পেতে সরকারি দপ্তরগুলিকে আবেদন করতে হবে পোর্টালে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here