বৃষ্টিতে ভিজল কলকাতা সহ সীমান্ত শহর বনগাঁ

0
1395

দেশের সময়: দীর্ঘ অপেক্ষার পর শনিবার দুপুরে তুমুল বৃষ্টিতে ভিজল কলকাতা সহ সীমান্ত শহর বনগাঁ। বৃষ্টি নামতেই রাজ পথে ছুটে এলো তরুণ- তরুণীরা৷ এক আকাশের নীচে অনাবিল অানন্দে মেতে উঠল এই কলেজ পড়ুয়ারা৷

উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলের উপর আগামী ২৪ ঘণ্টায় আরও সক্রিয় হচ্ছে নিম্নচাপ। তার জেরেই এই বৃষ্টি।

মৌসম ভবনের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিবর্তিত হবে। উত্তর পাঞ্জাব থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত সৃষ্টি হয়েছে একটি নিম্নচাপ অঞ্চলের। অসম এবং লাগোয়া অঞ্চলের উপরও সৃষ্টি হয়েছে ঘূর্ণাবর্তের। তার জেরে আগামী তিন তারিখ পর্যন্ত কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আকাশ মেঘলা থাকবে।

কোথাও কয়েক পশলা তো কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া। দক্ষিণ এবং মধ্য বঙ্গোপসাগরে ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা।

সেকারণে আগামী পাঁচ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদে সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। যদিও উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেলেও কয়েকটি দিন ছাড়া এখনও বর্ষা মুখ ফিরিয়ে আছে দক্ষিণবঙ্গবাসীর উপর থেকে।

ফলে উত্তর ঠান্ডা হলেও পুড়ছিল দক্ষিণ। তবে অনুকূল আবহাওয়া পরিস্থিতির কারণে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এলো খুশির খবর।

. . -পার্থ সারথি নন্দী।

Previous articleকেদারনাথে ফের ধেয়ে আসছে প্রাকৃতিক বিপর্যয়
Next articleবনগাঁ শহর এখন আবর্জনার স্তুপ,বিদ্রোহী কাউন্সিলরদের স্বেচ্ছাচারিতার কারণে এই পরিস্থিতি অভিযোগ উপ-পুরপ্রধান কৃষ্ণা রায়ের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here