বৃষ্টিতে বিপর্যস্ত হায়দরাবাদ, ভেসে যাচ্ছে মানুষ,গাড়ি, দেওয়াল ভেঙে মৃত ৯, রয়েছে দু’মাসের এক শিশুও

0
987

দেশের সময় ওয়েবডেস্কঃ তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত হায়দরাবাদ। গতকাল রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। জলের তোড়ে ভেঙে গিয়েছে একটি আবাসনের দেওয়াল। সেই ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয়েছে ৯ জনের। তাদের মধ্যে রয়েছে এক ২ মাসের শিশুও। গুরুতর আহত হয়েছেন ৪ জন। গতকাল এমন মর্মান্তিক ঘটনার পর এলাকা পরিদর্শনে গিয়েছিলেন হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। টুইট করে তিনিই জানান যে মহামেডিয়া হিলসের কাছে বান্দলাগুডা-তে ভেঙে পড়েছে একটি কম্পাউন্ডের দেওয়াল। দেখুন ভিডিও:

জানা গিয়েছে, ওই কম্পাউন্ডের দেওয়াল ভেঙে আশেপাশের ১০টি বাড়ির উপর পড়েছিল। তাতেই ঘটেছে বিপত্তি। দেওয়াল ভাঙার শব্দ টের পেয়েছিলেন বাসিন্দারা। তবে কী হচ্ছে বোঝার আগেই হুড়মুড়িয়ে বাড়িগুলোর উপর ভেঙে পড়ে ওই দেওয়াল। বেরোনোর সময়টুকুও পাননি লোকজন। কেউ কেউ অবশ্য এ যাত্রায় ভাগ্যের জোরে প্রাণে বেঁচে গিয়েছে। আকস্মিক এমন ঘটনায় হতবাক সকল এলাকাবাসী।

কেউ কিছু বোঝার আগেই ঘটে গিয়েছে বড় বিপদ। প্রাণ গিয়েছে এক সদ্যোজাতর। সূত্রের খবর, এখনও ধ্বংসস্তূপে চাপা পড়ে রয়েছে দেহ। উদ্ধারকাজ চলছে। ধ্বংসস্তূপে আটকে থাকা জীবিতদের বের করার চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল। মৃত এবং আহত দুইয়ের সংখ্যাই বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে সমগ্র তেলেঙ্গানায়। এ যাবৎ মৃত্যু হয়েছে ১২ জনের। প্রবল বর্ষণে ডুবে গিয়েছে অধিকাংশ রাস্তাঘাট। অনেক জায়গায় জল ঢুকেছে বাড়ির ভিতরে। নিচু এলাকা জলমগ্ন হয়েছে। ক্রমশ বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তেলেঙ্গানার বিভিন্ন অংশে। বুধবার সকাল থেকেও নাগাড়ে চলছে বৃষ্টি। আরও বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর।

পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ১১টা নাগাদ ভেঙে পড়েছিল গ্রানাইটের ওই শক্ত দেওয়াল। ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ২টি বাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের। তাঁদের মধ্যে একই পরিবারের ৫ সদস্য এবং অন্য আর একটি পরিবারের ৪ সদস্য রয়েছেন। গুরুতর জখম অবস্থায় ওয়াইসি হাসপাতালে ভর্তি রয়েছেন ৪ জন। সেখানে চিকিৎসা চলছে তাঁদের।

Previous article২০২০ সালে জিডিপি–তে ভারতকে পিছনে ফেলবে বাংলাদেশ,আর্থিক বিপর্যয়ের মুখে দেশ, সতর্কবার্তা আইএমএফ-এর
Next articleকরোনামুক্ত সৌমিত্র চট্টোপাধ্যায়, শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here