দেশের সময়, বাগদা : বিহারের সরহসা জেলার ধানুপুরা গ্রামের এক মানসিক ভারসাম্যহীন যুবককে রাস্তা থেকে নিয়ে এসে ঘরে ফিরিয়েছে উত্তর২৪পরগনার বাগদা থানার পুলিশ৷
বাগদা থানার পুলিশকর্মীরা রবিবার রাতে নাটাবেড়িয়া এলাকায় টহল দেবার সময় ওই যুবককে ঘোরাফেরা করতে দেখেন। জিজ্ঞাসাবাদ করে পুলিশ বুঝতে পারেন তিনি বাংলাভাষী নন। কথাবার্তায় অসংলগ্নতা থাকলেও নিজের নাম এবং বাড়ির মোবাইল নাম্বার বলতে পেরেছিলেন ওই যুবক। জানিয়েছিলেন বিহার থেকে কলকাতার উদ্দেশে এসে রাস্তা হারিয়ে বাগদায় এসে পৌঁছেছেন।
এরপর বাগদা থানা তরফ থেকে বিহারের বাড়িতে ফোন করে জানানো হয় তাদের ছেলে বাগদা থানায় আছে ।পুলিশ সূত্রে জানা গিয়েছে যুবকের নাম নিতিশ কুমার। বাড়ি বিহারের সরহসা জেলার ধানুপুরা গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, নিতিশ গত বৃহস্পতিবার গ্রামের বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান। তাঁকে খোঁজাখুঁজি করা হচ্ছিল। রবিবার রাতে পুলিশের পক্ষ থেকে ফোন পান তাঁরা।
সোমবার পরিবারের পক্ষ থেকে নিতিশের মামা বাবলুকুমার এবং বৈদ্যনাথ সিংহ বাগদা থানায় এসে পৌঁছন তাঁকে নিয়ে যাওয়ার জন্য। বাগদা থানার ওসি উৎপল সাহা ওই যুবককে তাঁর মামাদের হাতে তুলে দেন।