বিপদজনক পরিষেবা ! পাম্প থেকে পেট্রোল নিচ্ছেন এক ব্যক্তি অথচ তাঁর বাইকে বাঁধা রয়েছে দুটি গ্যাস ভর্তি সিলিন্ডার, এক মহিলা প্রতিবাদ করায় যা বললেন ওই ব্যক্তি

0
998

দেশের সময় , বনগাঁ: পাম্প থেকে পেট্রোল নিচ্ছেন এক ব্যক্তি অথচ তাঁর বাইকে বাঁধা রয়েছে দুটি রান্নার গ্যাস ভর্তি সিলিন্ডার, তার উপরে অদূরেই দাঁড়িয়ে অন্য এক ব্যক্তি তখন সিগারেটে সুখটান দিতে ব্যস্ত ৷ এই দৃশ্য দেখে পাশে দাঁড়িয়ে থাকা অন্য একটি বাইকের মহিলা আরোহী পেট্রোল পাম্পের কর্মীর উদ্যেশ্যে প্রতিবাদের সুরে বলেন দাদা এভাবে বিপদজনক ভাবে কেন আপনারা পেট্রোল দিচ্ছেন ! গ্যাস ভর্তি সিলিন্ডার থেকে বরসড় বিপদ বা দুর্ঘটনা ঘটতে পারে৷

প্রতিবাদি মহিলার দিকে আড়চোখে তাকিয়ে পেট্রোল পাম্পের কর্মী কিছু বলার আগেই গ্যাস সিলিন্ডার বহনকারী বাইক চালক ওই মহিলাকে বলে বসলেন আপনার জীবনের থেকেও এখন গ্যাসের দাম বেশি৷ ক্ষোভের সাথে এ কথা বলেই পেট্রোলের দাম মিটিয়ে দিয়ে বাগদা রোডের দিকে চলে গেলন ওই বাইক আরোহী৷

এব্যপারে পেট্রোল পাম্পের কর্মী ওই প্রতিবাদী মহিলাকে উদ্যেশ্য করে বলেন৷ এখানে আমার কাজ পেট্রোল বেঁচে ক্রেতার কাছ থেকে প্রয়োজনীয় টাকা নেওয়া৷ কে গ্যাস সিলিন্ডার নিযে এলো না বোম নিয়ে এলো সেটা দেখা আমার কাজ নয়৷

যদিও সেই সময় ওই জায়গায় অন্যান্য ক্রেতারাও ছিলেন তাঁরাও মহিলার কথার সমর্থন জানিয়ে বলেন ওই ব্যক্তি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলে গেলেন৷

এসব শুনে পেট্রোল পাম্পের কর্মীর উত্তর আপনারা থানায় গিয়ে অভিযোগকরুন আমাকে বলে কোন লাভ নেই। প্রতিবাদী মহিলা বলেন এখন কোন কিছুর প্রতিবাদ করলেই জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে যায়!

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪পরগনার বনগাঁর মতিগঞ্জ এলাকায় ৷ সেই সময় কাকতালীয় ভাবে দেশের সময়-এর এক প্রতিনিধি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ছবি রইল সেই মুহুর্তের৷

Previous articleCyclone Asani Alert: ‌ধেয়ে আসছে ঘূর্ণিঝড়!‌ রবিবার গভীর নিম্নচাপে তুমুল বৃষ্টিপাতের চূড়ান্ত সতর্কতা রাজ্যে !
Next articlePartha Ghosh: ‌প্রয়াত বাচিকশিল্পী পার্থ ঘোষ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here