দেশের সময়,মসলন্দপুর:উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার অন্তর্গত মসলন্দপুর বেতপুল গ্রামে এক দিনের জন্য খাদ্য সামগ্রী বাজার বসালেন সরকারি আইনজীবী পংকজ সরকার। বেতপুল গ্রামের প্রায় ৩০০ পরিবার বিনা পয়সার বাজার করলেন। চাল, ডাল, আলু, পেঁয়াজ, সো সোয়াবিন,ডিম, সাবান, মাক্স, সহ একাধিক জিনিস গ্রামের গরিব মানুষ এদিন বাজার করলেন। তবে বাজার করতে কোনরকম পয়সা লাগেনি। বেতপুল খেলার মাঠে সকালে এই বাজার বসে, প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছুক্ষণের জন্য বাজার বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষ বিনা পয়সায় বাজার করতে গিয়ে খুশি।
বিনা পয়সার বাজারে এদিন সকাল থেকেই ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। বাজারে বিভিন্ন টেবিলে চাল ডাল মুদি বাজার সহ মাক্স রাখা হয়।
পঙ্কজ বাবু জানায় তার উদ্দেশ্য এই বাজার থেকে সমস্ত মানুষকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া।