বিজেপির ১২ ঘণ্টা বন্ধ ‌বসিরহাটে, ট্রেন অবরোধে ভোগান্তি মানুষের

0
787

দেশের সময় ওয়েবডেস্কঃ সন্দেশখালিকান্ডের প্রতিবাদে সোমবার বসিরহাট মহকুমায় ১২ ঘণ্টার বন্‌ধ পালন করছে বিজেপি। রাজ্যজুড়েও কালা দিবস পালন করছে তারা। এদিন সকাল থেকেই বসিরহাটের সব দোকানপাট, বাজার জোর করে বন্ধ করে দেয় বিজেপি কর্মীরা।

রাস্তায় বিজেপি কর্মীদের আস্ফালনের জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ভ্যাবলা স্টেশনে ট্রেন অবরোধ করে বিজেপিকর্মীরা। থমকে যায় হাসনাবাদ লোকাল। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে ভ্যাবলায় অবরোধের জের পড়ে শিয়ালদা–বসিরহাট শাখায়। বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে যায় বহু লোকাল। চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা।

টানা দুঘণ্টা অবরোধ চালানোর পর পুলিসের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে নেয় বিজেপি। অন্যদিকে, বাসন্তী হাইওয়েতেও পথ অবরোধ করেছে বিজেপি কর্মীরা। আপ বা ডাউন লেনে কোনও গাড়ি যেতে দেওয়া হচ্ছে না। সেখানেও চূড়ান্ত ভোগান্তিতে পড়েছেন মানুষ।

Previous articleওভালে অজি বধ বিরাট বাহিনীর
Next articleলাইভ: শঙ্কর আঢ্য (বনগাঁ পুরপ্রধান),মুখ খুললেন সাংবাদিক সন্মেলনে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here