বাজের আওয়াজে ঘুম ভাঙল শহরবাসীর,জেলায় জেলায় দিনভর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

0
777

দেশের সময় ওয়েবডেস্কঃ সোমবার সকালে থেকেই মুখভার তিলোত্তমার। একের পর এক বাজের আওয়াজে ঘুম ভাঙল শহরবাসীর। সোমবার ভোর থেকেই কলকাতা সহ দুই ২৪ পরগণা ও পার্শ্ববর্তী অঞ্চলে শুরু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ দিনভর এমনই থাকবে আবহাওয়া। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

সোমবার সারা দিন ধরেই দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদাতেও হতে পারে বৃষ্টি। শুধু এদিনই নয়, সপ্তাহের আগামী কয়েকদিনই এমনই আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াসের কাছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬.৩ ডিগ্রি সেলসিয়াসের কাছে, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ, ন্যূনতম ৬৮ শতাংশ।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার ৩ জুন থেকে কেরলে বর্ষা ঢুকছে। উল্লেখ্য, দেশের মধ্যে কেরলে প্রথম বর্ষা ঢোকে। এ দেশে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় ১ জুন। বাংলায় বর্ষা ঢোকার স্বাভাবিক সময় সাধারণত ৮ জুন।

Previous articleDaily Horoscope: কর্কট রাশির কর্মে বিভ্রান্তি, তুলার প্রেম বিঘ্ন হওয়ার সম্ভাবনা
Next articleআলাপন ইস্যুতে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর,স্পষ্ট জানিয়ে দিলেন আলাপনকে ছাড়া যাবে না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here