বাগদা ব্লকে তৃণমূলের ভাঙন শুরু, মাধুরী পদত্যাগপত্র পাঠালেন হোয়াটস অ্যাপে

0
1976

দেশের সময় , বাগদা: উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকে ভাঙন শুরু হলো তৃণমূলে এই ব্লকের মহিলা তৃণমূল সভানেত্রী এবং হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের সদস্য মাধুরী সরকার দলের সমস্ত পদ থেকে অব্যাহতি নিলেন। রাজনৈতিক মহলের খবর তিনি বিজেপিতে যোগদান করতে চলেছেন। এই ঘটনায় স্বাভাবিকভাবেই গুঞ্জন শুরু হয়েছে বাগদা এলাকায়।

মাধুরী দেবী দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন পদের দায়িত্ব সামলাচ্ছেন। একদিকে তিনি বাগদা ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেস, দলের বঙ্গ জননী সংগঠনের সভানেত্রী অন্যদিকে, হেলেঞ্চার গ্রাম পঞ্চায়েতের সদস্যও। হোয়াটস অ্যাপের মাধ্যমে তিনি তাঁর পদত্যাগপত্র দলের জেলা নেতৃত্বের কাছে পাঠিয়েছেন। এব্যাপারে তাঁর প্রতিক্রিয়া, দলের কাজে তিনি বিরক্ত, অসম্মানিত। সেই কারনেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

তিনি কি বিজেপিতে যোগদান করছেন, এই প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও তিনি বলেন, ‘যাদের ভোটে আমি জয়ী হয়েছি, তাঁদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেব।’
এব্যাপারে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সহ সভাপতি অমৃতলাল বিশ্বাস জানান, ‘দু-এক দিনের মধ্যেই মাধুরী সরকার সহ তৃণমূলের অনেকেই বিজেপিতে যোগদান করবেন। বর্তমানে বাগদা ব্লকের ২টি পঞ্চায়েত বিজেপির দখলে রয়েছে।আগামী দিনে হেলেঞ্চা সহ বাকি ৭ টি গ্রাম পঞ্চায়েতও বিজেপির দখলে চলে আসবে।’

মাধুরী সরকার তাঁর অবস্থান স্পষ্ট না করলেও এ ব্যাপারে হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান চায়না বিশ্বাস বলেন, ‘মাধবী সরকার বিজেপিতে যোগ দেবার জন্য পা বাড়িয়েই রয়েছেন। কারন, তৃণমূল কংগ্রেসের নানা পদে থেকেই তিনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলতেন। আর বিজেপির গুন গাইতেন। এতে আমাদের দলেরই ক্ষতি হচ্ছিল। তিনি দল ছাড়ায় তৃণমূলের ভালোই হবে।’

Previous articleশিবমন্দিরে পুজো দিয়ে নন্দীগ্রাম কেন্দ্রে মনোনয়নপত্র পেশ মমতার
Next article‘নন্দীগ্রাম আমায় ভোট দেবে’, বললেন মমতা : ‘ভেজাল হিন্দু’ বলে কটাক্ষ শুভেন্দুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here