


টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বড়সড় কূটনৈতিক ও ক্রীড়া সঙ্কট এবার মাথাচাড়া দিল। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে অস্বীকার করলে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল । আইসিসি বোর্ডের ভোটাভুটিতে বাংলাদেশের অনুরোধ কার্যত খারিজ হয়ে গিয়েছে। এদিন ভোটের ফলাফল ১৪-২।

আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী যদি বাংলাদেশ ভারত সফরে না আসে, তা হলে তাদের জায়গায় বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড ।
আইসিসি সূত্রে খবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের বাইরে ম্যাচ সরানোর যে প্রস্তাব দিয়েছিল, তা বোর্ড বৈঠকে বিপুল ভোটে নাকচ হয়ে যায়। ১৫ জন ডিরেক্টরের মধ্যে কেবল পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের পক্ষে ভোট দেয়। বাকি বোর্ড সদস্যরা আইসিসির নির্ধারিত সূচির পক্ষেই অবস্থান নেন।

ভোটের পর আইসিসি বিসিবিকে নির্দেশ দিয়েছে – এই সিদ্ধান্ত অবিলম্বে বাংলাদেশ সরকারকে জানাতে হবে। পাশাপাশি এক দিনের মধ্যে চূড়ান্ত অবস্থান স্পষ্ট করতে বলা হয়েছে।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি। সূচি অনুযায়ী বাংলাদেশের তিনটি লিগ ম্যাচ হওয়ার কথা কলকাতায় এবং একটি মুম্বইয়ে। কিন্তু নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথা তুলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দল পাঠাতে অস্বীকার করেছে। বাংলাদেশ সরকারও এই সিদ্ধান্তে বোর্ডকে সমর্থন করেছে। বিকল্প হিসেবে বাংলাদেশ চেয়েছিল—ম্যাচগুলি ভারতে না করে শ্রীলঙ্কায় আয়োজন করা হোক, অথবা গ্রুপ বদল করে এমন গ্রুপে রাখা হোক, যেখানে সব ম্যাচই শ্রীলঙ্কায় খেলা সম্ভব।

বর্তমানে বাংলাদেশ রয়েছে গ্রুপ C-তে – ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, ইতালি ও নেপালের সঙ্গে। বিসিবি প্রস্তাব দেয়, আয়ারল্যান্ডের জায়গায় গ্রুপ B-তে গেলে তারা শ্রীলঙ্কায় থেকেই লিগ পর্ব খেলতে পারবে। ওই গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ওমান ও জিম্বাবোয়ে।
কিন্তু শ্রীলঙ্কা সহ-আয়োজক হলেও আইসিসি এই প্রস্তাবে রাজি হয়নি। আইসিসির অবস্থান ,সূচি ও গ্রুপ কাঠামো বদলানো হবে না।

বাংলাদেশ শেষ পর্যন্ত সরে দাঁড়ালে গ্রুপ C-তে তাদের জায়গা নেবে স্কটল্যান্ড। ইউরোপীয় বাছাইপর্বে নেদারল্যান্ডস, ইতালি ও জার্সির পিছনে পড়ে স্কটল্যান্ড মূলত বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি। তবে এই পরিস্থিতিতে ‘লেট এন্ট্রি’ হিসেবে সুযোগ পেতে পারে তারা।
এই অচলাবস্থা কয়েক সপ্তাহ ধরেই চলছিল। একাধিক বৈঠকেও সমাধান হয়নি। বুধবার, ২১ জানুয়ারি, ছিল আইসিসির নির্ধারিত চূড়ান্ত সময়সীমা।

এখন বল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোর্টে। নির্দিষ্ট সময়ের মধ্যে অবস্থান না বদলালে আইসিসি তাদের সিদ্ধান্ত কার্যকর করবে এবং ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় নামবে স্কটল্যান্ড।
ভেন্যু নিয়ে টালবাহানার মধ্যে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে পাকিস্তান। পাকিস্তানের তরফ থেকে আইসিসি-র কাছে সরকারি ভাবে মেল পাঠিয়ে বলা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলতে চাইছে না বাংলাদেশ। তাদের এই দাবি যথার্থ। শ্রীলঙ্কার মাটিতে যদি বাংলাদেশের ম্যাচ ফেলায় কোনও সমস্যা হয়, তাহলে পাকিস্তান তাদের ম্যাচগুলোর আয়োজন করার জন্য তৈরি।

এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি মাথা নওয়াবে? কারণ ভারতের মাটিতে গিয়ে খেলবে না বলে একপ্রকার হুমকিই দিয়ে রেখেছিল বাংলাদেশ। পরিস্থিতি এখন অন্য খাতে বইতে শুরু করে দিয়েছে। আইসিসি-র এই কড়া পদক্ষেপে বাংলাদেশ যদি সিদ্ধান্ত বদল করে ভারতের মাটিতে খেলে, তা তাদের কাছে একপ্রকার হারই বলা যায়। এমন পরিস্থিতিতে বাংলাদেশের কোর্টে বল। ভারতের মাটিতে এসে খেললে ঠিক আছে। নাহলে কিন্তু বাংলার বাঘেদের পরিবর্তে স্কটল্যান্ড ঢুকে যাবে মেগা টুর্নামেন্টে।
বাংলাদেশ কী বলে, তা দেখার অপেক্ষায় গোটা ক্রিকেটবিশ্ব।




