বাংলা নর্ববর্ষ ১৪২৭ এর ক্যালেন্ডারের ফোটোশ্যুটে মডেল হেনা

0
1044

অন্বেষা সেন: সম্প্রতি বাংলা ক্যালেন্ডার ফোটোশ্যুটের প্রস্তুতিতে হট লুকে পার্থ সারথি নন্দীর ক্যামেরায় ধরা দিলেন মডেল হেনা । তাঁর লুকেই এবার বাংলা নর্ববর্ষ ১৪২৭ এর নতুন ক্যালেন্ডার নিয়ে আসছে একটি জুয়েলারী সংস্থা। ১৪ এপ্রিল ২o২o মুক্তি পাবে পার্থ সারথি নন্দীর নতুন ক্যালেন্ডার।

নীচে রইল ফোটো শুটের কিছু মুহুর্তের ছবি:-

রবিবার সকালে ফোটোশুটের প্রস্তুতিতে PSN স্টুডিওতে মডেল হেনাকে ফ্রেমবন্দী হতে দেখা গেল। মডেল হেনা জানালেন তাঁর ফোটোশ্যুটের থিম। ১২ মাসের জন্য ‘এক ডজন ‘ ছবি দিয়ে তৈরী হচ্ছে বাংলা ক্যালেন্ডারটি৷ ফোটোশ্যুট হচ্ছে ইনডোর- আউটডোরে৷ এখনও পর্যন্ত যা ঠিক আছে তাতে যথেষ্ঠ সাহসী মুহুর্তের ছবি দিয়েই তৈরী হচ্ছে ক্যালেন্ডার টি৷ বাংলার নববর্ষে বেশ উষ্ণতা থাকছে সে বিষয়ে কোন সন্দেহ নেই।

Previous articleEpaper deshersamay.com
Next articleসন্ত্রাসবাদীদেরকে পিছনে ফেলে দু’কদম এগিয়ে থাকবে এনএসজি, রাজারহাটে বললেন অমিত শাহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here