বহিরাগত গুন্ডারা এখন সব বাংলায় বসে আছে , ভোটের দফা কমালে এভাবে করোনা ছড়াত না:ফের ক্ষোভ উগরে দিলেন মমতা

0
477

দেশের সময় ওয়েবডেস্কঃ বাংলায় রেকর্ড হারে বাড়ছে করোনা সংক্রমণ । এই আবহে বেলাগাম করোনা সংক্রমণের জন্য ফের বিজেপি ও নির্বাচন কমিশনকে দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তেহট্টের সভায় বিজেপি-কে নিশানা করে মমতা বলেন, ‘করোনা নিয়েই হাওড়ার এক বিজেপি প্রার্থী প্রচার করেছেন। দিল্লির নেতারা করোনা আক্রান্তদের নিয়ে প্রচার করছেন। বহিরাগতদের নিয়ে প্রচারে করোনা ছড়াচ্ছেন বিজেপি নেতারা।’

এরপরই বাংলায় ভোটের দফা না কমানোয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূল সুপ্রিমো। এদিন মমতা বলেন, ‘দফা কমালে এভাবে করোনা ছড়াত না। তৃণমূল একদফায় ভোট চেয়েছিল। বিজেপি-র কথা শুনে প্রচারের দিন কমিয়েছে কমিশন। কিন্তু, ভোট একদফায় শেষ করল না।’

উল্লেখ্য,এর আগেও এ নিয়ে সরব হয়েছিলেন মমতা। বর্ধমানের গলসির সভা থেকে মমতা বলেছিলেন,’ রাজ্যে প্রচুর বহিরাগত ঢুকেছে। বহিরাগত গুন্ডারা এখন সব বাংলায় বসে আছে। প্রায় ১০ হাজার বাইরের লোক এসে বসে আছে, তারাই কোভিড নিয়ে এসেছে। আমাদের রাজ্যে যতটুকু কোভিড হয়েছে, তা হয়েছে ওই বহিরাগতদের জন্যই।’

তিনি আরও বলেন , ‘এমন অবস্থায় তিন দফা ভোটে বদলে এক দফায় নির্বাচন করার কথা আমরা বলেছিলাম। করল না। উলটে প্রচারের সময় কমিয়ে দিল। আগের দফাগুলোয় ৮-১০ দিন টাইম দিয়েছ। এবার ৪ দফার প্রচারের সময় কমিয়ে দিয়েছে। অর্থাৎ ৪ দিন প্রচার নষ্ট করে দিল। এত যদি সময় কেটে নাও তাহলে একসঙ্গে ভোট করতে পার না কেন? কমিশন বিজেপির ইচ্ছে মতো চলবে?

বড় ঘটনা ঘটলে তোমাদের উপরে দায়িত্ব বর্তাবে। দু’জন প্রার্থী আমাদের মারা গিয়েছে। এসব দেখেশুনেও তুমি কমিশন ৩ দফা একদিনে করতে পারলে না? কারণ নরেন্দ্র মোদীর মিটিং ছিল না বলে? কলকাতায় সন্ধের দিকে প্রচার হয়। সেখানেও তুমি টাইম কেটে নিয়েছ। বিজেপি বেলায় যা খুশি তাই করছে, আর আমার বেলায় সময় কেটে নিচ্ছ! একটা সিদ্ধান্তে নেওয়ার ক্ষমতা তোমার নেই! তিনটে ভো একসঙ্গে করা যেত।’

Previous articleআজ ফের ভিজবে শহর,স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস
Next articleবাংলায় কোভিডের ঝাপটা ভয়ানক হওয়ার আশঙ্কা, করোনা ঠেকাতে নয়া নির্দেশিকা রাজ্যের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here