বনগাঁর মঞ্চে চরম হেনস্থার শিকার‌ মিমি , নায়িকার দেহরক্ষীদের কাণ্ড নিয়ে পাল্টা অভিযোগ করে কী বললেন উদ্যোক্তারা?

0
33

সদ্য অভিনেত্রী মৌনী রায়ের সঙ্গে ঘটে যাওয়া হেনস্থার ঘটনায় শোরগোল নেটপাড়ায়। এবার কোন পরিস্থিতির মুখোমুখি অভিনেত্রী মিমি চক্রবর্তী ?

কলকাতার বাইরে অনুষ্ঠান করতে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হল তাঁকে। বনগাঁয় অনুষ্ঠান করতে গিয়ে আপত্তিকর পরিস্থিতির মুখোমুখি হলেন তিনি। কিছুক্ষণের জন্যে বিশ্বাস করতে পারছিলেন না, এটা তাঁর সঙ্গে ঘটেছে।

ঘটনা ঘিরে তীব্র বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। মিমির দাবি, এই প্রথম তিনি এমন আচরণের সম্মুখীন হলেন। তাঁর কথায়, আজকাল মঞ্চে অনুষ্ঠান করতে যাওয়া শিল্পীদের অনেকেই যেন দর্শকদের কাছে ‘সম্পত্তি’ হয়ে উঠছেন, যা অত্যন্ত অসম্মানজনক ও অস্বস্তিকর।

কী ঘটে মিমির সঙ্গে? 
বিশেষ করে শীতের মরসুমে বহু সেলিব্রিটিই বিভিন্ন জায়গায় শো করতে যান। এই চল প্রথম নয়। বহু দর্শক মুখিয়ে থাকেন তাঁদের কাছ থেকে দেখবেন বলে, তাঁদের অনুষ্ঠান উপভোগ করবেন বলে। তবে তাঁর সঙ্গে কী এমন ঘটল যে অনুষ্ঠান ছেড়ে বেড়িয়ে আসতে বাধ্য হলেন মিমি?

রবিবার বনগাঁর নয়া গোপাল গুঞ্জ যুব সংঘে তাঁর একটি অনুষ্ঠান ছিল। সেখানে পৌঁছতে তাঁর ঘণ্টাখানেক দেরি হয়। এরপর তৈরি হয় মিমি মঞ্চে ওঠেন। বরাবরের মতোই প্রচুর দর্শক তাঁকে দেখতে, তাঁর সঙ্গে ছবি তুলতে উন্মুখ হয়ে ছিলেন। কিন্তু সেই অনুষ্ঠানের মাঝে মিমিকে মঞ্চ থেকে কার্যত জোর করে নামিয়ে দেওয়া হয়।

অভিনেত্রী জানান, সকল নিয়ম, সঠিক সময় মেনেই তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠান তখন সবে মাত্র শুরু হয়েছে। ঠিক সেই সময়েই পরিস্থিতি আচমকা বদলে যায় বলে অভিযোগ মিমির। তাঁর বক্তব্য অনুযায়ী, তনয় শাস্ত্রী নামে এক ব্যক্তি হঠাৎই অনুষ্ঠান বন্ধ করার দাবি জানান। শুধু তাই নয়, মঞ্চ থেকে তাঁকে চলে যেতে বলেন। বিষয়টি এতটাই অপ্রত্যাশিত ছিল যে, প্রথমে তিনি বুঝতেই পারেননি, কথাগুলি তাঁর উদ্দেশেই বলা হচ্ছে।

পরিস্থিতির গুরুত্ব বুঝতেই বিস্ময় ও অপমানে হতবাক হয়ে যান মিমি। কিছুটা অবাক ও অস্বস্তিকর পরিস্থিতিতে আবার ওই ব্যক্তির দিকে তাকান। অভিনেত্রীর দাবি, তখনও একই কথা পুনরাবৃত্তি করেন তনয় শাস্ত্রী। শেষ পর্যন্ত কোনও বিতর্কে না জড়িয়ে, উপস্থিত দর্শক- শ্রোতাদের শুভরাত্রি জানিয়ে তিনি মঞ্চ ছেড়ে চলে আসেন।

স্বাভাবিকভাবেই এই ঘটনার পর ফের একবার উঠে এল, কলকাতার বাইরে অনুষ্ঠান করতে গিয়ে শিল্পীদের সম্মান ও নিরাপত্তা কতটা নিশ্চিত? কিছুদিন আগে একই রকম পরিস্থিতিতে পড়তে হয়েছিল গায়িকা লগ্নজিতা চক্রবর্তীকে। তাঁকেও মঞ্চে সকলের সামনে চরম অপমান করা হয়। এরপর মৌনী রায় ও মিমির পরিস্থিতি দেখে রীতিমত শোরগোল উঠল নেটপাড়ায়।

সমাজমাধ্যমে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘আজ আমরা প্রজাতন্ত্র দিবস পালন করছি, আমরা কথা বলছি সমাজের স্বাধীনতা ও সমান মর্যাদাকে নিয়ে। কিন্তু আজও মহিলা শিল্পীদের ক্ষেত্রে স্বাধীনতা ও অধিকার কেড়ে নেওয়া সহজ। আমি এত বছর ধরে আমার একটা ভাবমূর্তি তৈরি করেছি। কিন্তু এবার চুপ করে থাকা মানে শিল্পীদের হেনস্থাকে সমর্থন করা।’

মিমি আরও লেখেন, ‘স্টেজের অধিকার নিয়ে কোনও আপোষ করতে পারব না। বিষয়টা এখন আইনি পর্যায়ে পৌঁছে গিয়েছে। তাই এখন এই বিষয়ে আর কথা বাড়াতে চাই না।’

ক্লাব কর্মকর্তা রাহুল বসু শোভন দাস এই বিষয়ে বলেন, “মিমি চক্রবর্তীকে কোনও অসম্মান করা হয়নি ৷ তিনি এক ঘণ্টা দেরি করে রাত সাড়ে এগারোটার পর মঞ্চে ওঠেন ৷ প্রশাসনের দেওয়া টাইম এবং মাধ্যমিক পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে আমরা ঠিক বারোটায় অনুষ্ঠান বন্ধ করি ৷ ওঁর অনুষ্ঠান চলাকালীন অনুষ্ঠান বন্ধের ঘোষণা ওঁর অসম্মানিত মনে হতে পারে কিন্তু আমরা ওঁকে সসম্মানেই বিদায় দিয়েছি। উপরন্ত ক্লাবের মহিলারা মিমি চক্রবর্তীকে ফুল দিয়ে বরণ করতে গেলে তাঁর দেহরক্ষীরা ধাক্কা মারে। আমরা মিমিদেবীর সম্মানের দিকে তাকিয়ে সে অভিযোগ করিনি ৷ তাই ওঁর অভিযোগ ভিত্তিহীন।”

এখন দেখার কতৃপক্ষের তরফ থেকে কোনও পদক্ষেপ করা হয় কি না। 

প্রসঙ্গত, কিছুদিন আগে এসআইআর-এর শুনানিতে ডাক পেয়েছিলেন মিমি চক্রবর্তী। জানা গিয়েছে এই প্রাক্তন তৃণমূল সাংসদকে ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়ার জন্য হাজিরা দেওয়ার নোটিশ পাঠানো হয়েছে। আগামী ৩১ জানুয়ারি শুনানিতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে মিমি চক্রবর্তীকে। মিমি চক্রবর্তী শুনানিতে যাবেন এবং সম্পূর্ণ সহযোগিতা করবেন বলেই জানিয়েছেন। মিমি চক্রবর্তী কসবা বিধানসভা এলাকার ভোটার। ফলে হয়তো তাঁকে সেখানেই হাজিরা দিতে হবে। বাকি সব নাগরিকদের মতোই তাঁকেও সমস্ত প্রয়োজনীয় নথি সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

২৩ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পেয়েছে উইন্ডোজের প্রযোজনায় ‘ভানুপ্রিয়া ভুতের হোটেল’। এই হরর-কমেডি ছবির পরিচালনায় অরিত্র মুখোপাধ্যায়। ছবিতে দুটি জুটিকে দর্শক দেখছেন। একদিকে রয়েছেন মিমি চক্রবর্তী ও সোহম মজুমদার ও অন্যদিকে রয়েছেন বনি সেনগুপ্ত ও স্বস্তিকা দত্ত। ছবি মুক্তির পরেই একের পর এক বিধ্বস্ত ঘটনায় চিন্তায় মিমির অনুরাগীরা।

Previous articleRepublic Day 2026 সাধারণতন্ত্র দিবসে দিল্লির কর্তব্যপথে নেতৃত্বে বঙ্কিমচন্দ্র , ব্রাহ্মোস থেকে আকাশ মিসাইল- বড় চমক
Next articleজাতীয় স্কুল গেমসে ফুটবলে দাপট বাংলার মেয়েদের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here