বনগাঁয় বিজেপি নেতার বাড়িতে আগুন,হাসপাতালে ভর্তি নেতার স্ত্রী তদন্তে নেমেছে পুলিশ

0
2959

দীপ বিশ্বাস, বনগাঁ,দেশের সময় : বিজেপি নেতার বাড়িতে আগুনলেগে জখম হয়ে হাসপাতালে ভর্তি নেতার স্ত্রী, ঘটনাটি ঘটেছে শনিবার সকালে বনগাঁ পুরানো চাকদাহ বাসষ্ট্যান্ড এলাকায়।

সূত্রের খবর এদিন সকালে রান্না ঘরে রান্নার কাজ করার সময় হঠাৎই গ্যাসে আগুন ধরে যায়, মুহূর্তে গোটা ঘরে আগুন ছড়িয়ে পড়ে সে সময় রান্নাঘরে কাজ করছিলেন পাপিয়া ঘোষ, এরপর স্থানীয়রা বনগাঁ থানার সাথে যোগাযোগ করে খবর দেন দমকলে, দ্রুত দমকলের একটি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে, দমকল সূত্রের খবর দোতলার উপরে রান্নাঘর তার উপরের গোটা ঘর ধোঁয়ায় ভরে থাকায় প্রথমে কাজ শুরু করতে বেগ পেতে হয়৷ এরপর দমকলকর্মীরা ঘরের কাঁচের জানলা ভেঙে দেন ,শুরু হয় আগুন নেভানোর কাজ৷ এদিন ঘটনাস্থলে গিয়ে দেখা গেল গোটা বাড়ি জুড়ে গ্যাসের তীব্র গন্ধ, গোটা রান্নাঘর যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আগুনে পুড়ে গেছে রান্না ঘরের সিলিং থেকে শুরু করে রান্না ঘরে থাকা সমস্ত সরঞ্জাম৷

আগুনের তীব্রতা এতটাই ছিল যে ঘরের সিলিংয়ে লুকিয়ে থাকা একটি গন্ধগোকুল এর মৃতদেহ ঝলসানো অবস্থায় ঝুলতে দেখা যায়, এ বিষয়ে বিজেপি নেতা জ্ঞানপ্রকাশ ঘোষ জানান সকালে স্ত্রী সহ অন্যান্যরা ঘরে রান্না করছিলেন সেসময় আচমকা আগুন লেগে এই বিপত্তি,ঘটনার জেরে মুহুর্তে চাঞ্চল্য ছরিয়ে পড়ে । প্রথমত ঘনবসতি পূর্ণ এলাকা তার উপরে পাশে রয়েছে আবাসিক হোটেল ৷ ঘটনায় আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন জ্ঞানপ্রকাশ ঘোষের স্ত্রী পাপিয়া দেবী৷ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷

Previous articleবাগদা তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ দায়ের থানায়
Next articleদিল্লিতে প্রথমবার ভোট দিলেন প্রিয়ঙ্কা গান্ধী এবং কেজরিওয়ালের ছেলে রাইহান ও পুলকিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here