বনগাঁয় ইছামতীর জলে উমার বিদায় , বিসর্জন দেখতে এসে নদী সংস্কারের দাবি জানালেন  পুণ্যার্থীরা : দেখুন ভিডিও

0
5
অর্পিতা বনিক , দেশের সময়

আজ বিজয়া দশমী। কৈলাশে নিজের বাড়িতে ফিরছেন মা দুর্গা। আবার একটি বছরের দিন গোনা শুরু হলো আজ থেকে। সীমান্ত শহর বনগাঁ থানার ঘাটে শুরু হয়েছে প্রতিমা বিসর্জন। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে কড়া নজর রেখেছে পুলিশ প্রশাসন। একই সঙ্গে বিসর্জনের পরে ঘাটের পরিচ্ছন্নতা নিয়েও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে পুরসভার পক্ষ্য থেকে।

ভারত-বাংলাদেশ সীমান্ত ছুঁয়ে বয়ে যাওয়া ইছামতী নদীতে প্রতিমা নিরঞ্জন শতাব্দী প্রাচীন ঐতিহ্য। যা আজও বহন করে চলেছে শহর বনগাঁ। চিরাচরিত প্রথা মেনেই বাড়ির প্রতিমা নিরঞ্জন চলছে ইছামতীর জলে।
স্থানীয় পুলিশ প্রশাসন -এর তরফে কড়া নজরদারি রাখা হয়েছে ইচ্ছামতীর ঘাটে।

বৃষ্টি ভেজা আবহাওয়া থাকা সত্ত্বেও বিসর্জনের দৃশ্য উপভোগ করতে দর্শনার্থীরা ইছামতীর ঘাটে ভিড় করেছেন।বিসর্জন দেখতে এসে নদী সংস্কারের দাবি জানালেন  পুণ্যার্থীরা । দেখুন ভিডিও

নদীর তীরে প্রদক্ষিণ শেষে দেবীর বিসর্জন। দর্শনার্থীরা সেই মুহূর্ত ফ্রেমবন্দি করছেন। নদীর ঘাটে মহিলাদের সিঁদুর খেলার দৃশ্যও বেশ নজর কাড়ছে সকলের। ফী বছর আবার এসো মা বলে প্রণাম করছেন পুণ্যার্থীরা ।

Previous articleহৃত যৌবনা ইছামতীর প্রাণ ফিরে আসুক এই বার্তা নিয়ে দেশের সময় দশভূজা সম্মান 2025 পেল ইছামতী শারদ উৎসব সহ বনগাঁর এক ডজন ক্লাব: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here