বনগাঁ বাটা মোড় থেকে উদ্ধার চিনা শব্দ বাজি,পুলিশের তল্লাশি অব্যাহত,সীমান্তে কড়া নজরঃ

0
580

দেশের সময় ওয়েবডেস্কঃ কালীপুজো দোরগোড়ায় কড়া নাড়তেই, পুলিশের নজর এড়িয়ে উত্তর ২৪ পরগনার বিধাননগর, বাগুইআটি , বারাসত, অশোকনগর.হাবড়া ও বনগাঁয় এখনও চোরাপথে শব্দ ও চিনা বাজি বিক্রি করে চলেছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। যদিও, এ ব্যাপারে দেশের সময়-এ আগাম সংবাদ প্রকাশিত হয়েছিল। শব্দবাজির ভয়াবহতা এবং পরিবেশ দূষণ সর্ম্পকে ওয়াকিবহাল বহু শিক্ষিত মানুষ চুপিসারে বেশি অর্থ খরচ করে এই বাজি কিনে নিয়ে যাচ্ছেন।ফলে, পুলিশ শত চেষ্টা করেও, এই শব্দ বাজি বিক্রির মূল পান্ডাদের নাগাল পাচ্ছে না। তবুও, নিয়মমাফিক অভিযান চালিয়ে, বিধাননগর, বাগুই আটি থেকে প্রচুর পরিমান শব্দ বাজি সহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। অশোকনগর থানার সহরা এলাকা থেকে তল্লাশি চালিয়ে পুলিশ এক অবৈধ বাজি কারখানার হদিস পায়। অন্যরা পালিয়ে গেলেও, মূল মাথা আব্দুল রেজ্জাক মণ্ডল নামে শব্দবাজি তৈরি ও বিক্রির অভিযোগে গ্রেফতার করে। বাজেয়াপ্ত করা হয় ২০০ কেজি শব্দ বাজি এবং ১০০ কে জি বাজি তৈরির মসলা । রবিবার সন্ধ্যায় বনগাঁ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে, রবিবার রাত ৯টা নাগাদ বাটার মোড় থেকে প্রচুর শব্দবাজি আটক করে। পুলিশ সূত্রে খবর, আগামী তিনদিন গোটা জেলা জুড়ে শব্দবাজি বিক্রির বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে। -দেশের সময়/

Previous articleবড়মার শতবর্ষে ঠাকুরনগরে আরেক উৎসবের প্রস্তুতি :
Next articleগেরুয়া পড়লেই সাধু হয়না:মমতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here