দেশেরসময় ওয়েবডেস্কঃপাসপোর্ট তৈরির জন্য এখন থেকে আর কোলকাতা নয় বনগাঁয় বসেই সেই পরিষেবা পাবেন এলাকার মানুষরা। শুক্রবার বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ মমতা ঠাকুরের হাত ধরে এই পরিষেবা চালু হলো, উপস্থিত ছিলেন কলকাতা রিজিয়নের পোস্টমাস্টার জেনারেল বিভূতি ভুষণ কুমার বিধায়ক বিশ্বজিৎ দাস, পৌরসভার প্রধান শংকর আঢ্যএবং ডাক বিভাগের অন্যান্য কর্মীরা, কর্মকর্তারা জানান কলকাতার রিজিওনাল পাসপোর্ট অফিসে যে যে নিয়মে এতদিন পাসপোর্ট এর জন্য আবেদন করা যেত সেই নিয়মেই ঘরে বসেই আবেদন করা যাবে, এরপর পদ্ধতি মেনে
পুলিশ ভেরিফিকেশন হবে, পুলিশ ভেরিফিকেশন এর রিপোর্ট যাওয়ার তিন দিনের মধ্যেই স্পীড পোস্ট এ আবেদনকারীর বাড়িতে নতুন পাসপোর্ট চলে যাবে, নতুন পাসপোর্ট ছাড়া রিনুয়ালের কাজ হবে, দৈনিক ৪০টি আবেদনপত্র আপাতত নেয়া হবে, পরবর্তীতে চাহিদা অনুযায়ী সংখ্যা বাড়ানো হবে, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাস থেকে এই প্রক্রিয়া চালু হয়েছে দেশে,পশ্চিমবঙ্গে যে ক’টি পোস্ট অফিসে এই পরিষেবা চালু হচ্ছে তার মধ্যে একটি আজ পশ্চিমবঙ্গের কুড়ি তম রিজনাল পাসপোর্ট অফিসের সুবিধা প্রাপ্ত পোস্ট অফিস পাসপোর্ট পরিষেবা কেন্দ্র চালু হল বনগাঁয়৷