বনগাঁ পুরসভার পুর প্রধান শঙ্কর আঢ্যকে পদত্যাগের নির্দেশ জেলা নেতৃত্বের

0
7369


দেশের সময়,বনগাঁ: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বনগাঁ পুরসভার প্রধান শঙ্কর আঢ্যকে পদত্যাগ করার নির্দেশ দিল দল। জেলা পর্যবেক্ষক নির্মল ঘোষ রবিবার এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের কাছে বলেন। সম্প্রতি প্রথম পর্যায়ে পুরসভার ১১ জন তৃণমূল কাউন্সিলর শঙ্কর আঢ্যর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। পরে তাতে যোগ দেন আরও ৩ কাউন্সিলর।

এরপর জেলায় বসে দলের নেতাদের সঙ্গে বৈঠক করে জেলা নেতারা। এ ব্যাপারে দল কি সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে ছিলেন বনগাঁর সর্বস্তরের মানুষ। অবশেষে রবিবার নির্মল ঘোষ সাংবাদিকদের জানান, বনগাঁর পুরপ্রধান শঙ্কর আঢ্যকে সরানোর দাবিতে যে অনাস্থা প্রস্তাব জমা পরেছে তার প্রেক্ষিতে রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করে বনগাঁর বেশিরভাগ কাউন্সিলরদের বক্তব্যকে গুরুত্ব দিয়ে শঙ্কর আঢ্যকে সোমবারে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সেই পদত্যাগপত্র গ্রহন করে নতুন পুরপ্রধান হিসেবে কাউন্সিলরেরা যাকে বেছে নেবেন, তাকেই পুরপ্রধান করা হবে। এ ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে শঙ্কর আঢ্য বলেন যে তিনি এখনও এ ব্যাপারে দলের থেকে কোনও নির্দেশ পান নি। দল সিদ্ধান্ত নেবে, দলের সৈনিক হিসেবে তা মেনে নেব।

Previous articleদুরন্ত সেঞ্চুরি রো-হিটম্যান শর্মার
Next articleDesher Samay epaper

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here