‘বঙ্গ সংস্কৃতি সম্মান ২০২৫’-এ অশোক বিশ্বনাথন সহ ১১ জন গুণীজনকে সম্মাননা প্রদান

0
32
প্রলয় চ্যাটার্জি , দেশের সময়

কলকাতা :১৬ এপ্রিল বুধবার, ২০২৫, কলকাতা প্রেস ক্লাবে এক অনবদ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হল ‘ইণ্ডিয়ান কালচারাল অ্যাসোসিয়েশন’ নিবেদিত ও ‘সন্ধ্যা প্রকাশন’ আয়োজিত ‘বঙ্গ সংস্কৃতি সম্মান ২০২৫’। এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের ১২ জন গুণী ব্যক্তিত্বকে বঙ্গ সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য সম্মানিত করা হয়।

এ বছরের ‘সেরার সেরা বঙ্গ সংস্কৃতি সম্মান’ লাভ করেন স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক অশোক বিশ্বনাথন। বাংলা চলচ্চিত্র ও নাট্যচর্চার জগতে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর হাতে যখন এই সম্মাননা তুলে দেওয়া হয়, তখন গোটা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

বিশ্বনাথনের পাশাপাশি আরও ১১ জন বিশিষ্ট ব্যক্তি এই সম্মান অর্জন করেন। তাঁদের মধ্যে রয়েছেন সাহিত্য, সাংবাদিকতা, সংগীত, নাটক, চিত্রকলা ও সমাজসেবার সঙ্গে যুক্ত মানুষজন। আশার কথা, সম্মানপ্রাপ্তদের তালিকায় রয়েছে ২ জন শিশু প্রতিভাও, যারা অল্প বয়সেই নিজ নিজ ক্ষেত্রে অনন্য কৃতিত্বের সাক্ষর রেখেছে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী, বিশিষ্ট লেখক নলিনী বেরা, বাংলা রাজনীতির সম্পাদক ও সন্ধ্যা প্রকাশনের কর্ণধার শঙ্কর দত্ত, সাংবাদিক ও চলচ্চিত্র প্রযোজক ঋতব্রত ভট্টাচার্য, নাট্যব্যক্তিত্ব শ্যামলেন্দু মিত্র, ও সংস্কৃতিকর্মী তোচন ঘোষ-সহ রাজ্যের নানা প্রান্ত থেকে আগত সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

অনুষ্ঠানের শুরুতে শ্রী শঙ্কর দত্ত বলেন, “বাংলার সংস্কৃতি আমাদের আত্মপরিচয়ের উৎস। এই সম্মান প্রদান শুধু কিছু মানুষকে পুরস্কৃত করা নয়, বরং গোটা বাঙালি সংস্কৃতিকে শ্রদ্ধা জানানোর এক প্রয়াস।”

উপস্থিত দর্শক ও আমন্ত্রিত অতিথিদের উচ্ছ্বাসে মুখরিত ছিল কলকাতা প্রেস ক্লাবের প্রেক্ষাগৃহ। আবৃত্তি ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও স্মরণীয়।

‘বঙ্গ সংস্কৃতি সম্মান’ আজ শুধু একটি পুরস্কার নয়, হয়ে উঠেছে বাংলার গৌরব, ঐতিহ্য ও সৃজনশীলতাকে উদযাপনের এক মহোৎসব।

Previous articleBangaon Newsরাস্তা অবরোধ করে বনগাঁয় হেরোইন বিক্রেতাদের বিরুদ্ধে প্রতিবাদ :দেখুন ভিডিও
Next articleIndia’s Inland Waterways Break Records: A Game- Changer for Cargo Transport

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here