ফ্রান্স দল থেকে বাদ পড়লেন পোগবা

0
305

দেশের সময় ওয়েবডেস্কঃ
কোভিড পজিটিভ ফ্রান্সের মিডফিল্ডার পল পোগবা। তাই নেশন্স লিগ ম্যাচের জন্য ফ্রান্স দলে স্থান পেলেন না পোগবা। আগামী মাসে এই নেশন্স লিগ ম্যাচ অনুষ্ঠিত হবে।

ওই দলে পোগবার থাকা নিশ্চিত ছিল। এই মিডফিল্ডারকে পরিকল্পনা করেই দল তৈরি করেছিলেন ম্যানেজার দিঁদিয়ের দেঁশ। কিন্তু করোনা পজিটিভ হওয়ার জন্য শেষ মুহূর্তে ফ্রান্স দল থেকে পোগবাকে বাদ দিতে বাধ্য হয়েছেন কোচ। 


এই বিষয়ে ফ্রান্সের ম্যানেজার বলেন, ‍‘পল পোগবা আমার পরিকল্পনায় ছিল। তাই একেবারে শেষ মুহূর্তে আমাকে দল পরিবর্তন করতে হয়েছে।’ একই সঙ্গে তিনি বলেন, ‍‘পোগবার জন্য খারাপ লাগছে। দূর্ভাগ্য বলা যেতে পারে। গতকাল পোগবা বিশ্রাম নিয়েছিল। তারপর ওর ফল পজিটিভ হয়েছে। একেবারে শেষ মুহূর্তে এডুয়ার্ডো ক্যামাভিঙ্গাকে দলে নেওয়া হয়েছে।’ আগামী ৫ সেপ্টেম্বর ফ্রান্স সুইডেনের বিরদ্ধে খেলতে যাবে। অন্যদিকে, তিনদিন পরে ঘরের মাঠে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলবে ফ্রান্স। 

Previous article১৯৬২-র চিনযুদ্ধের পর এখন লাদাখে উদ্বেগজনক পরিস্থিতি, বললেন জয়শংকর
Next articleএক দশকেই ‘বিশ্বে প্রথম’ হওয়ার লক্ষ্যে ভারতীয় রেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here