ফুল-ফলে তৈরি প্রতিমা , বড় চমক হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দারের

0
40

দেশের সময়, হাবড়া: প্রতি বছরই দূর্গা প্রতিমা তৈরির ক্ষেত্রে চমক থাকে হাবরার শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দারের শিল্প ভাবনায়। এর আগে জয়পুরের পাথর থেকে সোনা, রুপো দিয়ে প্রতিমা বানিয়ে নজর কেড়েছেন ইন্দ্রজিৎ। এই বছরে তাঁর চমক, ফেলে দেওয়া শুকনো গাছের সামগ্রী দিয়ে তৈরি উমা। আজ, বৃহস্পতিবার তাঁর হাতে তৈরি অভিনব এই দুর্গাপ্রতিমা পাড়ি দেবে উত্তরবঙ্গের একটি পূজো মণ্ডপে। তারই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ইন্দ্রজিতের স্টুডিয়োয়।

এ বছর পাঁচটি দুর্গা প্রতিমা তৈরি করেছেন ইন্দ্রজিৎ। লোহা, কাচ এবং রুপো দিয়ে তৈরি হচ্ছে তাঁর প্রতিমা। উত্তরবঙ্গ থেকে বারাসত, বিরাটি, আগরপাড়ার পুজো মণ্ডপে যাবে চারটি প্রতিমা। পঞ্চমটি তৈরি হয়েছে শুকনো দেশি ও বিদেশি গাছের পাতা, ফুল, ফল, শিকড় দিয়ে। গত জুলাই থেকে এই প্রতিমা নির্মাণের কাজ শুরু করেছেন শিল্পী। মূর্তিটি এ বছর যাবে কোচবিহার সদর শহরের খাগড়াবাড়ি সর্বজনীন শারদোৎসব নাট্যসংঘের মণ্ডপে। প্রথমে মাটি দিয়ে প্রতিমা তৈরি করা হয়েছে। তার পর তাতে সেঁটে দেওয়া হয়েছে দেশি ও বিদেশি গাছের বিভিন্ন সামগ্রী।

ইন্দ্রজিত বলেন, ‘দেবীর দেহটি তৈরি হয়েছে থাইল্যান্ডের পাটকাঠি দিয়ে। মুখ তৈরি হয়েছে বেলের মালা ব্যবহার করে। চুল তৈরিতে ব্যবহার করা হয়েছে ফুলকপির শিকড়। দেবীর কোমরে থাকা বিছে ও ওড়না তৈরি হয়েছে ঘাসফুল দিয়ে। শাড়ি এবং নখ তৈরি হয়েছে পেঁপে গাছের ছাল, পাইন ফল, অস্ট্রেলিয়ার পিনুক গাছের ফুলের পাপড়ি, আখরোট বাদামের ফুলের পাপড়ি দিয়ে। চালি তৈরি হয়েছে কদবেল দিয়ে। চালচিত্র তৈরি করা হয়েছে সিম দিয়ে। তালপাতা, ইউরোপ ও দক্ষিণ এশিয়ার ডুমুর ফল দিয়ে তৈরি হয়েছে দেবীর বেদী।’ মূর্তির উচ্চতা সাড়ে ১১ ফুট। চওড়া সাড়ে ৭ ফুট। কমিটির প্যান্ডেলও তৈরি করেছেন ইন্দ্রজিৎ। পুজোর থিম কাল্পনিক স্বর্ণমন্দির।

পুজো কমিটির কথায়, ‘প্রতি বছর অভিনব থিম ও মূর্তি উপহার দিয়ে থাকি দর্শনার্থীদেরকে।’

Previous articleWeather updateপুজোর শপিংয়ের আনন্দ পণ্ড করবে বৃষ্টি?‌ কী বলছে হাওয়া অফিস?
Next articleAC Local Train‘এলিট’ হলো বনগাঁ লোকাল, শিয়ালদহ থেকে বনগাঁ ও কৃষ্ণনগর শাখায় ছুটল এসি লোকাল , বাদুড়ঝোলা- ঘামেভেজা যাত্রা অতীত : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here