প্রায় ২৫লক্ষ মানুষকে বার্ধক্যভাতা দেবে সরকার অমিত মিত্র

0
477

দেশের সময় ওয়েব ডেস্কঃ সোমবার রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র। বিভিন্ন দিক থেকে এবছরের বাজেট বিশেষভাবে উল্লেখযোগ্য। অন্যান্য বাজেটের মতোই এবারের বাজেটে বেশকিছু জনমুখী প্রকল্পের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।

তফসিলি জাতি, উপজাতি এবং আদিবাসীদের জন্য দুটি পৃথক বার্ধক্য ভাতার প্রকল্প ঘোষণা করলেন অমিত মিত্র। এই দুটি প্রকল্পের আওতায় তফসিলি জাতি এবং উপজাতির বৃদ্ধরা মাসে ১ হাজার টাকা করে বার্ধক্যভাতা পাবেন। তার জন্য দু’‌হাজার ৫০০ কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। অর্থমন্ত্রীর বক্তব্য, সরকারের এই প্রকল্পে কমপক্ষে ২১ লক্ষ মানুষ উপকৃত হবেন।

বিধানসভায় অর্থমন্ত্রী বলেছেন, ‘‌প্রতি তিন লক্ষ বেকার যুবকদের আয়ের সংস্থান তৈরি করেছে রাজ্য সরকার। কর্মসাথী প্রকল্পের জন্য এবছর ৫০০ কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হচ্ছে। যাতে বেকার যুবকদের জন্য আরও কাজের সংস্থান তৈরি করা যায়।’‌

Previous articleগৃহহীন চা-শ্রমিকদের জন্য নতুন প্রকল্প ঘোষণা রাজ্য বাজেটে
Next articleগরিবদের ৭৫ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে,কল্পতরু মমতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here