প্রাথমিক বিদ্যালয় রাজ্য ক্রীড়ায় চ্যাম্পিয়ন উত্তর ২৪ পরগনা

0
9
সুব্রত বক্সী , দেশের সময়

হাবড়া : গত ৮ থেকে ১০  জানুয়ারি হাবড়ার বাণীপুর এ ফিজিক্যাল এডুকেশন কলেজ এর মাঠে অনুষ্ঠিত হয়ে গেল পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের ব্যবস্থাপনায় D P S C উত্তর ২৪ পরগনার সহযোগিতায় প্রাথমিক বিদ্যালয় রাজ্য ক্রীড়া ।

৩ দিন ধরে। চল এই প্রাথমিক বিদ্যালয় রাজ্য ক্রীড়াতে
২২ টি জেলার ৭৮২ জন প্রতিযোগী ৩৪ টি ইভেন্ট এ অংশগ্রহণ করেন।


৯ জানুয়ারি এই ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন শিক্ষা সচিব IAS বিনোদ কুমার।পর্ষদ সভাপতি গৌতম পাল,পর্ষদ সচিব রঞ্জন ঝাঁ ,উপসচিব ডক্টর পার্থ কর্মকার সহ সকল DPSC এর চেয়ারম্যান ।

DI/AIS/SIS সকলের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে উদ্বোধনী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিধায়ক রহিমা মন্ডল, রাজ্য স্কুল শরীর শিক্ষা সংসদ এর সহ সভাপতি প্রদীপ মজুমদার সহ বহু বিশিষ্টজন।

স্বাগত ভাষণ এর পর কুচকাওয়াজ এ অংশগ্রহণ করে ২২ টি জেলা যা প্রতিযোগিতার একটি অংশ ছিল। এতে উত্তর ২৪ পরগনা জেলা দ্বিতীয় স্থান অধিকার করে । প্রথম হয় শিলিগুড়ি জেলা। এরপর শপথ পাঠ ও আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা হয়।

প্রথম দিন বেশিরভাগ ইভেন্ট এর ই হিট হয়। লং জাম্প ও হাই জাম্প এর কয়েকটি বিভাগ, বল থ্রো, জিমন্যাস্টিক ও যোগাসন এগুলি ফাইনাল হয়ে যায়।

দ্বিতীয় দিন এ সমস্ত ইভেন্টের ফাইনাল হয়। এরপর ৪×১০০ মিটার রিলে রেস অনুষ্ঠিত হয়। সর্বশেষে বিশেষ আকর্ষণীয় প্রতিযোগিতা পিরামিড অনুষ্ঠিত হয় এবং উত্তর ২৪ পরগনা জেলা ৩য় স্থান অধিকার করে ।

উত্তর২৪পরগনা জেলা এবার ট্র্যাক এর ইভেন্ট এ খুব ভালো ফল করেছে। মেয়েদের মধ্যে মহিমা গাজী ১০০/২০০ মিটার ও রিলে রেস এ স্বর্ণপদক পায়। সানিয়া আকতাস ও হাই জাম্প এ সোনা পায়। এ ছাড়াও মেয়েদের বিভাগে  রৌপ্য ও ব্রোঞ্জ পদক আসায় মেয়েদের বিভাগে উত্তর ২৪ পরগনা দলগত চ্যাম্পিয়ন হয় ।

সমস্ত বিভাগের পয়েন্ট যোগ করে প্রতি বছর  সর্বাধিক পয়েন্ট অর্জনকারী জেলাকে দেওয়া হয় চ্যাম্পিয়ন অফ দি মিট যা এবার উত্তর২৪ পরগনা জেলা অর্জন করে।
চ্যাম্পিয়ন হওয়ার জন্য জেলার DPSC এর চেয়ারম্যান দেবব্রত সরকার দলের সকল প্রতিযোগী ও সাপোর্টিং স্টাফ দের অভিনন্দন জানান ও জেলার সমস্ত বিদ্যালয় এই জয়ের উপলক্ষ আগামী ১৩ জানুয়ারি ছুটি ঘোষণা করেন।

Previous articleSwami Vivekananda Birthday: স্বামীজির আদর্শকে স্মরণ, বেলুড় মঠে সাড়ম্বরে পালিত হচ্ছে বিবেকানন্দের জন্মবার্ষিকী
Next article‘রেইড করতে নয়, তথ্য চুরি করতে এসেছিল ইডি ’, আইপ্যাকে  অভিযান নিয়ে ব্যাখ্যা অভিষেকের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here