পুজোয় কর্মরত সময়ে নিজেকেও সুস্থ রাখুন, পুলিশকর্মীদের বার্তা নগরপালের

0
357

দেশের সময় ওয়েবডেস্কঃ করোনা সঙ্কটে উৎসবের মরশুমে শহরকে সামলে রাখতে হবে। পাশাপাশি নিজেদের প্রতিও যত্নশীল হতে হবে পুলিশ কর্মীদের। খোলা চিঠিতে সহকর্মীদের বার্তা দিলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। চিঠিতে লেখেন, ‘‌প্রতি বছরের মতো এবারও শারদোৎসবের দিনগুলিতে শহরকে নিরাপদ এবং সুরক্ষিত রাখার গুরুদায়িত্ব আমাদের ওপর। তবে এ বছরটা অন্যবারের তুলনায় আলাদা। কারণ পুজো হচ্ছে করোনা অতিমারীর আবহে, কিছু সতর্কতামূলক বিধিনিষেধ সহ।’‌ সহকর্মীদের পরামর্শ দিয়ে তিনি বলেন, পুজোয় কাজ করার সময়ে এন–৯৫ এবং ফেস মাস্ক পরুন। সঙ্গে গ্লাভস এবং স্যানিটাইজার রাখুন।

বিজ্ঞাপন:

শেষে বলেন, গত সাতমাস ধরে কলকাতা পুলিশের প্রতিটি দপ্তর যেভাবে করোনা মোকাবিলায় লড়াই চালিয়ে যাচ্ছে, তার জন্য নগরপাল হিসেবে তিনি গর্বিত। আবারও মনে করিয়ে দেন, সুরক্ষা উপকরণ সঙ্গে নিয়ে ডিউটি করুন। সুস্থ থাকুন। সতর্ক থাকুন। 

বিজ্ঞাপন:

মাস খানেক আগে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে উপসর্গহীন হওয়ায় তিনি হোম আইসোলেশনে থাকাকালীন কাজ করেছিলেন। সেবারও তাঁর নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে সহকর্মীদের উদ্দেশে লিখেছিলেন চিঠি।  

Previous articleকরোনার ভ্যাকসিন তৈরি হলেই দ্রুত পৌঁছে দিতে হবে সর্বত্র, নির্দেশ প্রধানমন্ত্রীর
Next articleদেশের সময় / Desher Samay

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here